বারাসতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, নিয়োগের দাবিতে সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে প্রতিবাদ

Published on:

Published on:

TET protest in Barasat demanding employment

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ২০২৩ সালের প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। এই দিনেই ২০২২ সালের টেট উত্তীর্ণরা বারাসতে বিক্ষোভ (TET Protest) শুরু করে। জানা যায় আন্দোলনের সময় তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy) এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের (MLA Nirmal Ghosh) গাড়ি ঘিরেও প্রতিবাদ দেখানো হয়।

বিক্ষোভের (TET Protest) কারণ কী?

সূত্রের খবর, ২০২২ সালের টেট উত্তীর্ণদের অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) কয়েক সপ্তাহ আগে জানিয়ে ছিলেন খুব শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু ঘোষণার ১৫ দিন কেটে গেলেও কোনও পদক্ষেপ হয়নি। তাই বুধবার সকালে বারাসত স্টেশন থেকে একাংশ প্রার্থী মিছিল (TET Protest) শুরু।

এই মিছিল যশোর রোডে গিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা রাস্তায় বসে আন্দোলন শুরু করলে ওই এলাকা প্রায় ১ ঘণ্টার জন্য বন্ধ থাকে। এরজন্য প্রায় ২০-২৫ মিনিট যশোর রোডে আটকে থাকেন তৃণমূল সাংসদ ও বিধায়ক। বিক্ষোভকারীদের দাবি জানিয়ে বলতে থাকে দ্রুত তাঁদের নিয়োগ করা হোক এবং শিক্ষামন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করুক।

প্রসঙ্গত, বুধবারই ২০২৩ সালের প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাপুজোর আগে এই ঘোষণায় প্রার্থীদের মধ্যে নতুন আশা তৈরি করেছিল। সেই মত বিকেল ৪টার পর পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। এছাড়া, পর্ষদ চাইলে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে ফলাফল সম্পর্কিত তথ্য প্রেরণ করতে পারে।

গত বছরের ডিসেম্বরের পরীক্ষায় প্রায় তিন লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রকাশে বিলম্বের মূল কারণ ছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা। সেই জটিলতা সমাধান হওয়ায় অবশেষে ফলাফল প্রকাশ করা সম্ভব হল।

TET protest in Barasat demanding employment

আরও পড়ুনঃ ‘সিরিয়াস ভুল’, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে, হাই কোর্টের রায়ে ফের হোঁচট খেল রাজ্য

এই ঘোষণা প্রায় তিন লক্ষ পরীক্ষার্থীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে ফলাফলের প্রতীক্ষায় থাকা পরীক্ষার্থীরা অবশেষে তাঁদের পরিশ্রমের ফল দেখতে পেল। রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল পরীক্ষার্থীরা যাচাই করতে পারবেন। কিন্তু এর মধ্যে ২০২২ সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভ (TET Protest) রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।