বাংলা হান্ট ডেস্ক: পড়ুয়াদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI তার প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে একটি স্কলারশিপ (SBI Scholarship) চালু করেছে। এই স্কলারশিপের আওতায়, SBI স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়ুয়াদের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন আগামী ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত করা যাবে। এই স্কলারশিপের নাম হল SBI প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ২০২৫। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ (SBI Scholarship) নিয়ে এল SBI:
১৫ হাজার থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ: জানিয়ে রাখি যে, SBI ফাউন্ডেশন এই স্কলারশিপের (SBI Scholarship) ঘোষণা করেছে। যেটি স্কুল, কলেজ, IIT, IIM, চিকিৎসা প্রতিষ্ঠান এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। এই স্কলারশিপের পরিমাণ ১৫ হাজার টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত হবে। এই বছর মোট ২৩,২৩০ জন প্রার্থীকে SBI প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ২০২৫ দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
যোগ্যতার মানদণ্ড: SBI প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ২০২৫-এর যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, স্কুল স্তরে এই স্কলারশিপের (SBI Scholarship) জন্য আবেদনকারী প্রার্থীদের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার বেশি হতে হওয়া যাবেনা। একইভাবে, কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের বার্ষিক পারিবারিক আয় ৬ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। স্কলারশিপের জন্য নির্বাচন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে করা হবে। রেজিস্ট্রেশনের সময়ে প্রার্থীদের শিক্ষাগত নথিপত্রও আপলোড করতে হবে। এদিকে, যেসব শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর অথবা ৭.০ CGPA পেয়েছে তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে।
আরও পড়ুন: বড় খবর! দীপাবলির আগে এই কর্মীদের বিশেষ উপহার কেন্দ্রের, ১,৮৬৬ কোটি টাকার বোনাসের অনুমোদন
৫০ শতাংশ স্কলারশিপ সংরক্ষিত: SBI প্ল্যাটিনাম জুবিলি আশা বৃত্তি ২০২৫ স্কলারশিপ ৫০ শতাংশ সংরক্ষিত রয়েছে। অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে মোট স্কলারশিপের ৫০ শতাংশ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে আবার ৫০ শতাংশ স্কলারশিপ (SBI Scholarship) SC এবং ST প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। এই ধরনের প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়ও পাবেন।
আরও পড়ুন: আরও শক্তি বাড়বে ভারতীয় নৌবাহিনীর! শত্রুপক্ষের ঘুম ওড়াতে “এন্ট্রি” নিচ্ছে INS অ্যান্ড্রোথ
১৫ নভেম্বরের মধ্যে এইভাবে রেজিস্ট্রেশন করুন:
১. SBI প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ২০২৫-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে চলছে। যার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২৫। এর অর্থ হল ১৫ নভেম্বর পর্যন্ত এই স্কলারশিপের (SBI Scholarship) রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
২. এই স্কলারশিপে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমে sbiashascholarship.co.in ওয়েবসাইটে গিয়ে
হোম পেজে “Apply Now” অপশনটি ক্লিক করার মাধ্যমে রেজিস্ট্রেশনটি করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের জন্য পেজ খুললে সেখানে মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের পরে অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।