বাংলা হান্ট ডেস্ক: ভারত আনুষ্ঠানিকভাবে লন্ডনে কমনওয়েলথ গেমস মূল্যায়ন কমিটির কাছে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজনের প্রস্তাব জমা দিয়েছে। যেখানে ভারতীয় দলের নেতৃত্ব দেন গুজরাট সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি থেকে শুরু করে সিজিএ ইন্ডিয়ার সভাপতি ডঃ পি.টি. ঊষা, ক্রীড়া বিভাগের সচিব হরি রঞ্জন রাও, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী (MYAS) অশ্বিনী কুমার, গুজরাট সরকারের ক্রীড়া, যুব ও সাংস্কৃতিক কার্যকলাপ বিভাগের প্রধান সচিব বাঞ্ছা নিধি পানি সহ অন্যান্যরা।
আহমেদাবাদে সম্পন্ন হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030)?
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুজরাট সরকারের ক্রীড়ামন্ত্রী বলেন, “আহমেদাবাদে শতবর্ষের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজন করা কেবল গুজরাটের জন্যই নয়, সমগ্র ভারতের জন্য একটি গর্বের মাইলফলক হবে। আমরা এই গেমসকে একটি অনুঘটক হিসেবে দেখি। যেটি আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করতে, ২০৪৭ সালের বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রা ত্বরান্বিত করতে এবং পরবর্তী ১০০ বছরের জন্য কমনওয়েলথ আন্দোলনকে শক্তিশালী করতে পারে।”
এদিকে, ভারতীয় কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ পি.টি. ঊষা বলেন, “ভারতের প্রচেষ্টা কেবল সক্ষমতা নিয়ে নয়, বরং মূল্যবোধেরও। আহমেদাবাদ ২০২৬ সালের গ্লাসগো থেকে দায়িত্ব নিতে প্রস্তুত এবং ২০৩৪ সালের গেমসের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে। যাতে শতবর্ষের (Commonwealth Games 2030) সংস্করণটি অতীতকে সম্মান করে কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎ গঠন করে এটি সুনিশ্চিত হয়।”
আরও পড়ুন: পড়ুয়াদের জন্য বিরাট উপহার SBI-র! মিলবে ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, কীভাবে করবেন আবেদন?
জানিয়ে রাখি, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি কমনওয়েলথ গেমস আন্দোলনের ১০০ তম বার্ষিকী হিসেবে বিবেচিত হবে। ওই ইভেন্টের আয়োজক শহর হিসেবে আহমেদাবাদকে উপস্থাপিত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের ভেন্যু, ভালো পরিবহণ ব্যবস্থা এবং উচ্চমানের আবাসনের ওপর দৃষ্টিনিক্ষেপ করে এই শহরটি একটি দুর্দান্ত ক্রীড়া গন্তব্যস্থল হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: বড় খবর! দীপাবলির আগে এই কর্মীদের বিশেষ উপহার কেন্দ্রের, ১,৮৬৬ কোটি টাকার বোনাসের অনুমোদন
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ICC ক্রিকেট বিশ্বকাপ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL এবং ২০২২ সালের জাতীয় গেমসের মতো ইভেন্ট সফলভাবে আয়োজনের মাধ্যমে আহমেদাবাদ (Commonwealth Games 2030) ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করছে। ওই শহরে ২০২৫ সালের এশিয়ান অ্যাকোয়াটিক্স থেকে শুরু করে ২০২৬ সালের এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ, ২০২৯ সালের বিশ্ব পুলিশ এবং অগ্নিনির্বাপক গেমস এবং আরও বেশ কয়েকটি বহু-এবং একক-ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হবে। যা ২০৩০ সালের মধ্যে এই শহরে ক্রীড়া অভিজ্ঞতা আরও উন্নত করবে।