শেষ মুহূর্তে বদল! ৩টে নয় ২টো পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, কোনটি বাদ গেল তালিকা থেকে?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ালেন অমিত শাহ (Amit Shah)। অমিত শাহর কলকাতা সফরের সূচি থেকে শেষ মুহূর্তে বাদ গেল দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো উদ্বোধন। চতুর্থীতে এই পুজোর উদ্বোধন করার কথা ছিল শাহর। কিন্তু বুধবারই তা বাতিল হয়েছে বলে খবর। আর সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডলে কুণাল খোঁচা দিয়ে লেখেন, ‘লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন।’

প্রতি বছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে হাতিয়ার করে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বিজেপি। দিল্লি থেকে এসে দুর্গাপুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারচুয়ালি বাংলার পুজো উদ্বোধন করেছেন। শাহও একাধিকবার মঞ্চে উপস্থিত হয়ে প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়েছেন। এবছরও তার ব্যতিক্রম হল না। তবে ৩ টি পুজো থেকে ১ টি পুজোর উদ্বোধন বাদ গেল শুধু।

কোন কোন পুজো উদ্বোধনের কথা অমিত শাহর (Amit Shah)?

প্রথমিক সূচি অনুযায়ী, অমিত শাহর (Amit Shah) চতুর্থীতে কলকাতা সফরে তিনটি পুজো উদ্বোধনের কথা ছিল, যথা-

  • লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ার
  • সল্টলেকের ইজেডসিসি
  • দক্ষিণ কলকাতার সেবক সংঘ

কিন্তু তালিকা থেকে বাদ পড়ল সল্টলেকের ইজেডসিসি।

আরও পড়ুনঃ বারাসতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, নিয়োগের দাবিতে সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে প্রতিবাদ

নতুন খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কলকাতায় আসবেন অমিত শাহ (Amit Shah)। শুক্রবার তিনি দু’টি পুজো উদ্বোধন করবেন, একটি উত্তর কলকাতায়, অপরটি দক্ষিণ কলকাতায়। তবে সল্টলেকের ইজেডসিসি-র পুজোয় হয়তো আর যাচ্ছেন না তিনি। কলকাতা সফরে কোনও হোটেলে বিজেপির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক সেরে শুক্রবার বিকেল চারটের মধ্যে দিল্লি ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে শাহর।