বাংলাহান্ট ডেস্ক : নিঃসন্তান অবস্থায় কোনও হিন্দু বিধবা মহিলার মৃত্যু হলে তাঁর সম্পত্তি কে পাবে? শ্বশুরবাড়ি নাকি বাপের বাড়ি? সম্প্রতি এমনই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় দুই পরিবার। সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ, হিন্দু বিয়েতে মেয়ের কন্যা দানের সঙ্গে সঙ্গে হয়ে যায় গোত্রদানও। তাই শ্বশুরবাড়িরই সম্পত্তি পাওয়ার কথা। তবে এখনও এই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট (Supreme Court)।
নিঃসন্তান হিন্দু বিধবার সম্পত্তির অধিকার মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)
কোভিডের সময় এক নিঃসন্তান হিন্দু দম্পতির মৃত্যু হয়। তারপরেই যুবকটির মা দাবি করেন, তাঁর পুত্র এবং পুত্রবধূ উভয়ের সম্পত্তির উপরেই তাঁর অধিকার রয়েছে। পালটা যুবতীর মা দাবি করেন, নিজের মেয়ের সম্পত্তি তাঁর পাওয়ার কথা। বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি ছিল।
কী বলছে আইন: বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে মামলাটি উঠলে শীর্ষ আদালতের (Supreme Court) একমাত্র মহিলা বিচারপতি বিভি নাগরত্না উল্লেখ করেন হিন্দু উত্তরাধিকার আইন। এই আইন অনুযায়ী, কোনও হিন্দু বিধবা মহিলা যদি উইল করে দিয়ে যান যে তাঁর সম্পত্তি বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মধ্যে ভাগ হবে, তবেই তাঁর সম্পত্তিতে বাপের বাড়ির অধিকার থাকবে। নচেৎ নয়।
আরও পড়ুন : TRP তুলতে গল্পে নতুন মোড়, একবছর পর নয়া অবতারে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী
কী বললেন বিচারপতি: বিচারপতি বিভি নাগরত্না বলেন, হিন্দু সমাজে বিয়েতে কন্যা দানের রীতি রয়েছে। এই রীতিতে বিয়েতে কন্যা দানের সঙ্গে সঙ্গে গোত্র দানও হয়ে যায়। বিশেষ করে দক্ষিণ ভারতে এই রীতি খুব দেখা যায়। তবে মহিলারা চাইলে নিজের সম্পত্তি উইল করতে পারেন এবং দ্বিতীয় বিয়েও করতে পারেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি আরও বলেন, যেকোনো বিবাহিত মহিলার দায়িত্ব তাঁর শ্বশুরবাড়িকে নিতে হয়। বিবাহ বিচ্ছেদের পর মহিলারা ভরণপোষণের মামলাও করেন স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বাপের বাড়ির বিরুদ্ধে নয়।
আরও পড়ুন : নতুন সিরিয়ালে পুরনো হিট জুটি! কোপ পড়ছে জলসার এই সিরিয়ালে?
যদিও সুপ্রিম কোর্টের আইনজীবীদের বক্তব্য, এই সমস্যা অন্য মামলাতেও দেখা গিয়েছে। তাই জনস্বার্থে এতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। আইন বলছে, বিধবার সন্তানসন্ততি থাকলে মৃত্যুর পর তারাই হবেন সম্পত্তির উত্তরাধিকারী। নয়তো স্বামীর উত্তরাধিকারীরাই পাবেন সম্পত্তির অধিকার। যদিও এই মামলায় এখনও কোনও চূড়ান্ত রায় দেয়নি আদালত। আগামী নভেম্বরে রয়েছে ফের রয়েছে মামলার শুনানি। তখন রায় ঘোষণা হতে পারে।