অকাল বোধনের আবহে সেজে উঠছে সিংহী পার্ক, দেখুন থিম মণ্ডপের ঝলক

Published on:

Published on:

Durga Puja Singhi Park is getting ready for a premature awakening

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আবহে সেজে উঠেছে শহর কলকাতা। ইতিমধ্যে অনেকে পুজোর ঠাকুর (Durga Puja) দেখতে বেরিয়ে পড়েছেন। আর ঠাকুর দেখার কথা বললে সবার আগে সাবেকি পুজোর পাশাপাশি থিম পুজোর চল বর্তমানে ট্রেন্ডিং। দক্ষিণ কলিকাতার পুজো গুলির মধ্যে অন্যতম হল সিংহী পার্ক। এখানে দর্শকদের ভিড় লেগেই থাকে‌ প্রতিবার পুজোয়। এবারও তার অন্যথা হল না।

‘অকাল বোধনের’ আবহে সেজে উঠছে সিংহী পার্ক (Durga Puja)

২০২৫ সালে সিংহহী পার্কের পুজো আবারো অবাক করবে দর্শনার্থীদের। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে মন্ডপ সজ্জা। চলতি বছর ৮৪ বছর বর্ষে পদার্পণ করল এই পুজো। এবছর তাদের থিম ‘নব চেতনায় অকালবোধন’ (Durgapuja)।

Durga Puja Singhi Park is getting ready for a premature awakening

আরও পড়ুন: রান্নায় নতুনত্ব আনুন, ভাপা ইলিশে নারকেল-সর্ষের মেলবন্ধনে পাবেন অসাধারণ স্বাদ, রইল রেসিপি

এইবছর, এই প্যান্ডেলে আসলে আপনি দেখতে পাবেন শিবের বলে বলি বলিয়ান রাবণ। তাকে বিনাশ করতে বিস্তার বেগ পেতে হচ্ছিল রামচন্দ্রকে। তিনি বিপাকে পড়ে দেবী দুর্গার শরণাপন্ন হন। সেখানে রামের ভক্তির পরীক্ষার ১০৮ টি নীল পদ্মের মধ্যে স্বয়ং দেবী লুকিয়ে রাখেন। ‌ কেন রাবণ সহজে বাগে আসেনি, জানা নেই সকলের। বহু বিদ্যার অধিকারী ও অল্প বুদ্ধিমান দশানন আসলে ৬ শাস্ত্র ও ৪ বেদ এর বিদ্যান। মাথায় রেখে রূপকল্প বর্ণিত হয়েছে পুরাণে‌।

সুদীপ্ত মাইতির ভাবনায় এই মন্ডপ সেজে উঠেছে। এই মণ্ডপের ভেতরে কঞ্চি, বেত, পেপার পাল্প, টিস্যু পেপার, প্লাইউড এবং কাঠের তক্তার মতো পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজনো হয়েছে। এখানে আলোকসজ্জা আপনার মন ভালো হবেই।

এছাড়া এখানকার প্রতিমা (Durga Puja) তৈরি করেছেন প্রখ্যাত ভাস্কর শিল্পী রুদ্র পাল। সাবেকি সাজের এই প্রতিমা যেন সকলের মন জয় করবে। এছাড়া আবহাওয়া সংগীতের দায়িত্ব রয়েছেন পন্ডিত শ্রী শোভন চট্টোপাধ্যায়।