পুজোর মুখে বোনাসে হতাশা! অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ

Published on:

Published on:

RG Kar Temporary Health Workers Protest Over Puja Bonus Disparity

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবছর দুর্গাপুজোর আগে অস্থায়ী কর্মীদের বোনাস নিয়ে বিক্ষোভ নতুন কিছু নয়। এবারেও তার ব্যতিক্রম হল না। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar) মূল গেট ঘিরে বুধবার রাত থেকেই উত্তাল আন্দোলন শুরু করেছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।

আরজি করে (RG Kar) বোনাসে বৈষম্য অভিযোগ

অভিযোগ, প্রায় ২৭০ জন অস্থায়ী কর্মীর কাছে এ বছর প্রাপ্য বোনাসের টাকা গিয়েছে ভিন্ন ভিন্ন অঙ্কে। কারও অ্যাকাউন্টে ঢুকেছে ৪ হাজার টাকা, কারও মাত্র ৩ হাজার, আবার কেউ এখনও এক টাকাও পাননি। অথচ, গত বছর প্রত্যেকে ৯ হাজার ৫০০ টাকা করে বোনাস পেয়েছিলেন। কর্মীদের প্রশ্ন, “একই কাজ, অথচ টাকায় এত তারতম্য কেন?”

কর্মীদের ক্ষোভ ফেটে পড়ল হাসপাতাল (RG Kar) চত্বর

বিক্ষোভে অংশগ্রহণকারী এক কর্মী বলেন, “বছরে ১০০ টাকা করে মাইনে বাড়ে। কোনও PF নেই, ESI নেই। অথচ আমাদের দিনরাত এক করে কাজ করতে হয়। সেখানে বোনাস নিয়েও ছেলেখেলা চলবে না!” এছাড়া আরো অভিযোগ ওঠে যে, যে সংস্থার অধীনে তাঁরা কাজ করছেন, তাদের তরফে শুধু যে কোনও সহযোগিতা নেই, তা-ই নয়, উল্টে খারাপ ব্যবহার করা হচ্ছে।

এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারও। জরুরি পরিষেবা বন্ধ না থাকলেও হাসপাতালের (RG Kar) স্বাভাবিক কাজের গতি অনেকটাই কমে গিয়েছে বলে অভিযোগ উঠছে। ফলে চিকিৎসা পরিষেবা পেতে বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে।

RG Kar Temporary Health Workers Protest Over Puja Bonus Disparity

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে বড় ঘোষণা কেন্দ্রের, রেল কর্মীদের দেওয়া হবে ৭৮ দিনের বোনাস, কারা কারা পাবেন?

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতাল (RG Kar) কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট বক্তব্য আসেনি। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, যদি বৃহস্পতিবার রাতের মধ্যে সমস্যার সমাধান না হয়, শুক্রবার সকাল থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।