একশো ভারতীয় টাকার দাম পাকিস্তানে কত? অঙ্কটা শুনলে চোখ উঠবে কপালে!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan), প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এক ভূখণ্ড। পাহাড়ি এলাকা, মনোরম গ্রাম এবং কর্মচঞ্চল শহর মিলিয়ে দেশটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেয়। বিশেষত পাকিস্তানের সোয়াত উপত্যকাকে বলা হয় ‘পাকিস্তানের সুইজারল্যান্ড’। তবে সৌন্দর্যের পাশাপাশি একটি দেশের মুদ্রা তার অর্থনৈতিক শক্তি ও স্থিতিশীলতার প্রতিফলনও ঘটায়। তাই জেনে নেওয়া যাক ভারতের টাকা পাকিস্তানে কতটা মূল্য পায়।

পাকিস্তানে ভারতীয় টাকার মূল্য (Pakistan)

পাকিস্তানের (Pakistan) সরকারি মুদ্রার নাম পাকিস্তানি রুপি বা PKR। এই মুদ্রা নিয়ন্ত্রণ করে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ স্টেট ব্যাংক অব পাকিস্তান। পাকিস্তানি রুপির নোটে দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহর ছবি থাকে। বিশ্ব অর্থনীতিতে এই মুদ্রার কোড হলো PKR, যা ১৯৪৯ সাল থেকে সরকারিভাবে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের মদত দেওয়া যুবককে গ্রেফতার করল পুলিশ

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ ভারতীয় রুপি (INR)-এর সমান প্রায় ৩.১৯ পাকিস্তানি রুপি (PKR)। অর্থাৎ, পাকিস্তানে (Pakistan) ১০০ ভারতীয় রুপির দাম দাঁড়ায় প্রায় ৩১৮.৫৮ পাকিস্তানি রুপিতে। একইভাবে, যদি পাকিস্তানি মুদ্রায় হিসাব করা হয়, তবে ১০০০ পাকিস্তানি রুপি সমান প্রায় ৩১৩.৮৯ ভারতীয় রুপি। সহজভাবে বললে, ভারতের ১০০ রুপি পাকিস্তানে গেলে তা প্রায় ৩১৪ পাকিস্তানি রুপির সমান হয়ে যায়।

এমন বিশাল পার্থক্যের মূল কারণ হলো ভারতের শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি, যা পাকিস্তানের (Pakistan) তুলনায় অনেক এগিয়ে। ভারতের অর্থনীতি ক্রমবর্ধমান জিডিপি, প্রযুক্তিগত অগ্রগতি, শক্তিশালী শিল্পক্ষেত্র এবং বহুজাতিক বিনিয়োগের ওপর দাঁড়িয়ে আছে। অপরদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদ, উচ্চ বেকারত্ব এবং বিদেশি ঋণের চাপে জর্জরিত। এর ফলে তাদের মুদ্রার মান ক্রমশ কমতে থেকেছে।

How much is 100 Indian rupees in Pakistan?

আরও পড়ুন:ভারত-মার্কিন সম্পর্কে গলছে বরফ? টানাপোড়েনের মাঝেই মোদী-ট্রাম্প বৈঠক! বড় ইঙ্গিত মার্কিন শীর্ষ কর্তার

এই বিনিময় মূল্যের পার্থক্য কেবল দুই মুদ্রার অবস্থানকেই বোঝায় না, বরং দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক নীতি, উন্নয়ন এবং স্থিতিশীলতার ফারাকও স্পষ্ট করে দেয়। বর্তমানে বৈশ্বিক অর্থনীতির মাপকাঠিতে ভারতের রুপির মান পাকিস্তানি রুপির তুলনায় বহুগুণ বেশি। এটি ভারতের অর্থনৈতিক শক্তিমত্তা এবং পাকিস্তানের (Pakistan) চলমান আর্থিক সংকটের একটি বাস্তব প্রতিচ্ছবি।

সংক্ষেপে বলা যায়, পাকিস্তান (Pakistan) প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হলেও অর্থনৈতিক দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে। মুদ্রার মানের এই তুলনা তা আরও একবার প্রমাণ করে দেয়।