বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মুখে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে। কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেট (Primary TET) ২০২৩-এর ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষাটি হয়েছিল ২৪শে ডিসেম্বর ২০২৩-এ। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পর্ষদের (West Bengal Board Of Primary Education) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর ফলাফল দেখা যাচ্ছে।
প্রাথমিক টেটে উত্তীর্ণ মাত্র ৬,৭৫৪ জন | Primary TET
প্রাথমিকের টেট হওয়ার ২১ মাসের মাথায় ফলপ্রকাশ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই পরীক্ষায় বসেছিলেন মোট ২ লক্ষ ৭৩ হাজার ৪৭ জন। আর পাশ করেছেন মাত্র ৬,৭৫৪ জন। ওয়েবসাইটের নোটিশ বিভাগ থেকে ফলাফল দেখে নেওয়া যাচ্ছে।
ফলাফল দেখতে প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে: https://wbbpe.wb.gov.in । “TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (FOR CLASSES I TO V, PRIMARY)” এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এরপর “RESULT OF TET-2023 (CLASSES I TO V, PRIMARY)” এ ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ পুট করলেই টেট ২০২৩-এর ফলাফল দেখা যাবে। ওয়েবসাইট থেকেই প্রিন্ট আউট বের করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
জানিয়ে রাখি পর্ষদের ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীদের ওএমআর-এর অরিজিনাল কপি আপলোড করা হয়েছে। প্রত্যেকের কাছে নিজের নিজের উত্তরপত্র যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে। পুজোর আবহে টেট রেসাল্ট সামনে আসায় খুশি চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: পুজোর মুখে বাজিমাত জি বাংলার, TRP তালিকায় পরপর চমক, কার দখলে রইল সেরার শিরোপা?
পর্ষদ সূত্রে খবর, এ বছর পুজোর পরই একইসাথে ২০২২ এবং ২০২৩-এর টেটে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। শূন্যপদ সংক্রান্ত তথ্যের জন্য রাজ্য অর্থ দফতরের কাছে চূড়ান্ত অনুমোদনের ফাইলও চাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।