বাংলাহান্ট ডেস্ক : চতুর্থীতে আবারও অগ্নিকাণ্ড শহরে। এবার আগুন লাগল চেতলা অগ্রণীর পুজো (Chetla Agrani Club) মণ্ডপে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পুজো মণ্ডপে আচমকা আগুন লাগে। খবর পেয়েই তড়িঘড়ি সেখানে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় বলে খবর। এরপরেই পুজো কর্তৃপক্ষের তরফে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই মণ্ডপ (Chetla Agrani Club)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চতুর্থীতে মণ্ডপ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, ফের কবে মণ্ডপ খুলবে তা জানা যায়নি।
চেতলা অগ্রণীর পুজো (Chetla Agrani Club) মণ্ডপে অগ্নিকাণ্ড
তৃতীয়ার দিনই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল চেতলা অগ্রণীর পুজো (Chetla Agrani Club) মণ্ডপ। কিন্তু চতুর্থীর দিনই ঘটে গেল এমন অনভিপ্রেত ঘটনা। কীভাবে ঘটল এমন কাণ্ড? জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে মণ্ডপে (Chetla Agrani Club)। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কিন্তু তবুও সুরক্ষার খাতিরে এদিন মণ্ডপ দর্শন বন্ধ রাখা হয়েছে বলে খবর।
কমিটির তরফে দেওয়া হয়েছে বিবৃতি: সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে চেতলা অগ্রণী পুজো (Chetla Agrani Club) কমিটি। সেখানে বলা হয়েছে, ‘এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে তা আমরা শীঘ্রই আবার জানিয়ে দেব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
আরও পড়ুন : জল নেমে যাওয়ার দাবি ফিরহাদের, ‘এমন মন্তব্যের আগে…’, তত্ত্ব খারিজ করে বিষ্ফোরক মেয়র পারিষদ
কবে খুলবে মণ্ডপ: পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও ফের কবে চেতলা অগ্রণীর পুজো (Chetla Agrani Club) জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তা জানা যায়নি। দক্ষিণ কলকাতার এই পুজো জনপ্রিয়দের তালিকায় একেবারে প্রথম দিকেই থাকবে। প্রতি বছরই ভিড় উপচে পড়ে এই পুজো দেখার জন্য। এবারও ইতিমধ্যে অনেকেই এই মণ্ডপ (Chetla Agrani Club) দেখে এসেছেন। কিন্তু হঠাৎ করে মণ্ডপ বন্ধ করে দেওয়ায় হতাশ দর্শনার্থীরা।
আরও পড়ুন : আমজনতার করের টাকায় কেনা যাবে না উৎসবের উপহার, সরকারি অর্থ নিয়ে সাবধানী কেন্দ্র
এবছর চেতলা অগ্রণীর থিম ‘অমৃত কুম্ভের সন্ধানে’। সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধাজ্ঞাপন করে এই মণ্ডপের থিম তৈরি হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলেও জনপ্রিয় চেতলা অগ্রণীর পুজো। স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে চক্ষুদান হয়েছে এই পুজোর প্রতিমার।