বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে পুজো। পঞ্চমীর আগেই মণ্ডপে মণ্ডপে নেমেছে দর্শনার্থীদের ঢল। পুজোর এই কয়েকদিন বাঙালি বিশ্রাম ভুলে প্যান্ডেল হপিংয়েই কাটিয়ে দেয়। অনেকেই সারা রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান করে থাকেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শহরতলির যতগুলি সম্ভব পুজো কভার করার চেষ্টায় থাকেন কমবেশি সকলেই। তাই দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্যান্ডেল হপিং সারতে পারেন তার জন্য এবার পুজো স্পেশ্যাল রাতের ৩১ টি লোকাল ট্রেন (Local Train) চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেলওয়ে।
পুজোর সময় অতিরিক্ত লোকাল ট্রেন (Local Train) চালাবে রেল
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে পুজোর কদিনের জন্য রাতের ৩১ টি স্পেশ্যাল লোকাল ট্রেনের (Local Train) কথা ঘোষণা করল রেল। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ লোকাল ট্রেনের পরিষেবা। এর মধ্যে শিয়ালদহ মেন এবং নর্থ সেকশনে ১৯ টি অতিরিক্ত লোকাল ট্রেন (Local Train) চলবে পুজোর সময়। শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ রুটে রাত ৯ টা ৪০ থেকে রাত ৩ টে ১০ পর্যন্ত অতিরিক্ত ৬ টি ট্রেন চলবে। এর মধ্যে থাকছে ২ টি শিয়ালদহ-রানাঘাট, ২ টি নৈহাটি-রানাঘাট এবং ২ টি শিয়ালদহ-নৈহাটি লোকাল।
কোন রুটে কতগুলি বাড়তি ট্রেন: শিয়ালদহ-কল্যাণী রুটে রাত ৯ টা ১০ থেকে রাত ২ টো ৫৫ পর্যন্ত ৪ টি অতিরিক্ত ট্রেন (Local Train) চলবে। রাত ১০ টা ২০ থেকে ভোর সাড়ে ৪ টে পর্যন্ত বনগাঁ-বারাসত-শিয়ালদহ রুটে অতিরিক্ত ৪ টি ট্রেন চলবে। শিয়ালদহ-বনগাঁ ২ টি, শিয়ালদহ-বারাসত ২ টি ট্রেন চলবে। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুটে চলবে অতিরিক্ত ৫ টি ট্রেন (Local Train)। রাত ১১ টা ৪৫ থেকে ভোর ৪ টে ৫৫ পর্যন্ত রানাঘাট-কৃষ্ণনগর রুটে ১ টি, কৃষ্ণনগর-নৈহাটিতে ২ টি, কৃষ্ণনগর-কল্যাণীতে ১ টি এবং কল্যাণী-রানাঘাট রুটে ১ টি অতিরিক্ত ট্রেন চলবে।
আরও পড়ুন : আমজনতার করের টাকায় কেনা যাবে না উৎসবের উপহার, সরকারি অর্থ নিয়ে সাবধানী কেন্দ্র
প্রকাশ্যে ট্রেনের কর্মসূচি: শিয়ালদহ সাউথ সেকশনের ক্ষেত্রে থাকছে অতিরিক্ত ১২ টি ট্রেন পরিষেবা। এর মধ্যে শিয়ালদহ-বারুইপুরে রাত ১১ টা ৪০ থেকে ভোর সাড়ে ৪ টে পর্যন্ত ২ টি শিয়ালদহ-বারুইপুর, ৪ টি বালিগঞ্জ-বারুইপুর ট্রেন (Local Train) চলবে। শিয়ালদহ-বজবজ রুটে ৬ টি ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ-বজবজ রুটে ২ টি ট্রেন, নিউ আলিপুর-বজবজে ৪ টি ট্রেন চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর ৩ টে ৪০ পর্যন্ত।
আরও পড়ুন : উদ্বোধনের পরেই অগ্নিকাণ্ড চেতলা অগ্রণীর মণ্ডপে! চতুর্থীতে বন্ধ ফিরহাদ হাকিমের পুজো
পাশাপাশি পুজোর সময়ে ভিড় নিয়ন্ত্রণ করতে প্রফুল্ল দ্বার খুলে দেওয়া হচ্ছে। এর ফলে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই স্টেশনে ঢোকা যাবে। এখানে থাকবে ৯ টি নতুন টিকিট বুকিং কাউন্টার। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট এন্ট্রি এবং এক্সিট গেট করা হচ্ছে।