বাংলাহান্ট ডেস্ক : দুদিন আগেই সন্তান আগমনের খবর জানিয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল। দীর্ঘ জল্পনার পর অবশেষে নিজেরাই খবরে শিলমোহর দিয়েছেন তাঁরা। ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দুজনে। এমনকি বিবাদ ভুলে ক্যাটরিনাকে (Katrina Kaif) শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন। এবার সলমন খানও শুভেচ্ছা বার্তা পাঠালেন ক্যাট সুন্দরীকে?
ক্যাটরিনাকে (Katrina Kaif) শুভেচ্ছা জানালেন সলমন?
একটি ভাইরাল পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা উঠেছে তুঙ্গে। ভাইরাল পোস্টে দেখা গিয়েছে, ভিকি ক্যাটরিনার (Katrina Kaif) পোস্টটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন সলমন। ভাইজানের অ্যাকাউন্ট থেকেই পোস্টটি শেয়ার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। সত্যিই কি সলমন এমন পোস্ট শেয়ার করেছেন?
ব্যাপারটা কী ঘটেছে: কৌতূহলী নেটিজেনরা বারবার চেক করছেন সলমনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে অবশ্য এমন কোনও পোস্টের হদিশ মেলেনি। অনেকের মতে, আসলে এটি একটু ভুয়ো পোস্ট। আবার অনেকের দাবি, শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেও আবার পরক্ষণেই তা মুছে ফেলেছেন সলমন। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি ভাইজান।
আরও পড়ুন : সাড়ে সাত টনের পদ্মার ইলিশে বাজার বোঝাই, দাম কেমন? স্বাদের সঙ্গে আপোস করতে হবে না তো?
মা হতে চলেছেন ক্যাটরিনা: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সাদা কালোয় একটি মিষ্টি ছবি শেয়ার করেন ক্যাটরিনা (Katrina Kaif)। ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প। আলতো করে হাত দিয়ে স্ফীতোদরে হাত রেখেছেন স্বামী ভিকি কৌশল। হাসিমুখে সেদিকে তাকিয়ে রয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হৃদয় ভরা আনন্দ এবং কৃতজ্ঞতা নিয়ে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু করতে চলেছি আমরা’।
আরও পড়ুন : মেট্রোর কামরায় নেচে গেয়ে ‘রিল’ বানানোয় নিষেধাজ্ঞা, উৎসবের মুখেই বড় পদক্ষেপ কর্তৃপক্ষের
প্রসঙ্গত, সলমনের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ছিল দীর্ঘদিনের এবং বহুল চর্চিত। এমনকি খান পরিবারেও অভিনেত্রীর ছিল অবাধ যাতায়াত। কিন্তু শেষমেষ সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত আর গড়ায়নি। সলমনের সঙ্গে বিচ্ছেদের পরে ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা।