বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে এখনও কালো ছাপ। কোথাও মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় হল, কোথাও ভারী বৃষ্টি হবে না এদিন। হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। তাই আজকের দিনে ছাতা মাথায় দিয়ে টুক করে প্যান্ডেল হপিং সেরে ফেলতে পারেন।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় আজ বৃষ্টি? South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলত আজ বেশি বৃষ্টি না হলেও পঞ্চমী থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আপাতত ষষ্ঠী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ২৬ সেপ্টেম্বর হালকা বৃষ্টি হলেও ২৭-২৮ তারিখে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া বইতে পারে
রবিবার ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির অধিক সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তমীতে কিছুটা কমবে বৃষ্টি। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির।
অষ্টমীতে দুর্যোগের পূর্বাভাস। কারণ এদিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে এদিন। দশমীর দিনও একই রকম থাকতে পারে পরিস্থিতি।
আরও পড়ুন: ভোটমুখী বিহারকে বড় উপহার, ৬০০০ কোটি টাকায় ডবল রেল লাইন প্রকল্পে শিলমোহর কেন্দ্রের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে অবশ্য মোটের উপর পুজোয় ভালোই থাকবে আবহাওয়া। আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর কোচবিহারে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা আপাতত জারি হয়নি।