বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রতি বছর দুর্গাপুজোর আগে গরিব ও প্রবীণ মানুষের হাতে উৎসবের উপহার তুলে দেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই পুজো। তার আগেই সক্রিয় ভূমিকা নিলেন অভিষেক।
৭টি বিধানসভা কেন্দ্রের জন্য উপহার পাঠাচ্ছেন অভিষেক (Abhishek Banerjee)
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট সাতটি বিধানসভা, যথা- ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা এবং মেটিয়াব্রুজ। জানা গিয়েছে, এই কেন্দ্রগুলির প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুস্থ ও প্রবীণ মানুষের জন্য এবারে পুজো উপহার পাঠিয়েছেন সাংসদ (Abhishek Banerjee)। প্রতিটি বিধানসভায় ৭০ হাজারের বেশি শাড়ি, ধুতি, লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করা হয়েছে। সঙ্গে ছিল সাংসদের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা লেখা বিশেষ কার্ডও।
গতকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এলাকায় এলাকায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই উপহার সামগ্রী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও ডায়মন্ড হারবার পর্যবেক্ষক শামিম আহমেদ, স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস সহ একাধিক তৃণমূল নেতা।
শামিম আহমেদ বলেন, “প্রতিবারের মতো এবছরও অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের জন্য উপহার পাঠিয়েছেন। সাংসদ আগেই বলেছিলেন, বাড়ি বাড়ি পৌঁছে দেবেন উপহার। সেই প্রতিশ্রুতি রক্ষা হয়েছে। এবছরও ঘরে ঘরে পৌঁছে গেছে পুজোর উপহার।”
আরও পড়ুনঃপুজোর মুখে বোনাসে হতাশা! অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ
অর্থনৈতিক অনটনে ভুগছেন এমন বহু মানুষ এই উপহার পেয়ে আনন্দিত। রাজনৈতিক মহলের মতে, এ ধরনের কর্মসূচি মানুষের সঙ্গে সাংসদের (Abhishek Banerjee) সরাসরি যোগাযোগকে আরও দৃঢ় করছে।