তিন ঘণ্টা ধরে আলোচনা, রাজনীতিতে কি ফের সক্রিয় হবেন শোভন? জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

Sovan Chatterjee Hints at Active Return to Trinamool

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে রাজনীতির মঞ্চ থেকে কার্যত আড়ালে ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। উৎসব-অনুষ্ঠানে বা প্রতি বছর ভাইফোঁটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা গেলেও তৃণমূলের কোনও দলীয় কর্মসূচি বা রাজনৈতিক কার্যকলাপে তাঁকে আর দেখা যায়নি। একসময় কলকাতার মেয়র পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন। কিন্তু সেখানেও ক্রমে দূরত্ব তৈরি হয়। ফলে রাজনীতির ময়দানে একরকম নীরবতাই নেমে আসে তাঁর চারপাশে।

অভিষেকের সঙ্গে তিন ঘন্টা বৈঠক করলেন শোভন (Sovan Chatterjee)

তবে বৃহস্পতিবার দুপুরে সেই নীরবতা ভাঙল। কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। বৈঠকের পরই প্রকাশ্যে মুখ খুলে তিনি জানান, ফের দলে সক্রিয়ভাবে কাজ করতে চান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় শোভন (Sovan Chatterjee)

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন (Sovan Chatterjee) বলেন, “আমরা ভাবি, আমাদের বয়স হয়ে গিয়েছে, সবটা জেনে ফেলেছি। কিন্তু অভিষেকের যে চিন্তা, যেভাবে কাজের প্রসেস তৈরি করে এবং তা বাস্তবায়িত করে, তা দেখে আমি মুগ্ধ। এখনও শেখার অনেক বাকি।” তাঁর মতে, অভিষেকের পরিকল্পনা ও নেতৃত্ব তৃণমূলকে নতুন মাত্রা দিচ্ছে, আর সেই কাজের অংশীদার হতে চান তিনিও।

এদিন শোভন (Sovan Chatterjee) আরও বলেন, “যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেগুলো বাস্তবায়িত করার প্রয়াস দেখেছি। তাই দেখা করতে চেয়েছিলাম। দল সময় দিয়েছে, আজ দীর্ঘক্ষণ আলোচনা করেছি।” এরপরেই তিনি আবার জানান, “আমি এখনও ওই পরিবারের একজন মানুষ হিসেবে নিজেকে মনে করি। আর একটু এগোতে পারলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।”

Sovan Chatterjee Hints at Active Return to Trinamool

আরও পড়ুনঃ  “তদন্তে সন্তুষ্ট নই”, তামান্নার খুনের তদন্তে ক্ষুব্ধ হাই কোর্ট, ১ মাসের মধ্যে নতুন রিপোর্ট তলব

রাজনৈতিক মহলের মতে, পুজোর পর শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) দলীয় রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনা প্রবল। এতদিনে শুধু ভাইফোঁটার সময় মমতার সঙ্গে যোগাযোগ থাকলেও এবার কি রাজনীতির মাঠেও তিনি ফের শক্তভাবে নামতে চলেছেন? এই প্রশ্ন এখন ঘুরছে তৃণমূলের অন্দরমহল থেকে রাজনৈতিক মহল জুড়ে।

প্রসঙ্গত, একসময় মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়লেও, বৃহস্পতিবার কালীঘাটের বৈঠকের পর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) নিজেই দলে সক্রিয়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।