বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনলাইনে কেনাকাটার (Online Shopping) প্রবণতা। এমতাবস্থায়, এখনও পর্যন্ত Flipkart থেকে কিছু কিনতে গেলে আপনাকে UPI পেমেন্টের জন্য Google Pay বা PhonePe-র মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থপ্রদান করতে হত। কিন্তু এখন এই ই-কমার্স প্ল্যাটফর্ম তার নিজস্ব UPI পরিষেবা লঞ্চ করেছে। যেটি অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে লঞ্চ করা হয়েছে। এদিকে, সম্প্রতি শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Paytm Payments Bank RBI দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায়, ভারতের (India) অনলাইন পেমেন্ট সেক্টরে Flipkart UPI-এর লঞ্চ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
PhonePe এবং GPay-র সাথে হবে টক্কর: উল্লেখ্য যে, Flipkart UPI পরিষেবার কারণে Google Pay এবং PhonePe-এর মধ্যে অবশ্যই চিন্তা বাড়বে। কারণ UPI বাজারে PhonePe এবং Google Pay-র আধিপত্য এখন অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, PhonePe এবং Google Pay ভারতের UPI বাজারের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ দখল করে রয়েছে।
মিলবে এইসব সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখন Flipkart একাধিক সুবিধা সহ UPI পরিষেবা নিয়ে এসেছে। যেটি মূলত ক্লাউড বেসড। Flipkart UPI পরিষেবাতে, ব্যবহারকারীরা ক্যাশব্যাক, সুপার কয়েন এবং ভাউচারের মতো সুবিধা পাবেন।
আরও পড়ুন: নাতনিকে বাঁচাতে বিষধর কেউটের সঙ্গে যুদ্ধ ষাটোর্ধ্ব দিদার! মহিলার সাহস দেখে “থ” হয়ে যাবেন
বাড়তি সুবিধা পাবে Flipkart: এর মানে হল যে, আপনি যদি Flipkart থেকে কেনাকাটা করার সময়ে Flipkart UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করেন, তাহলে আপনি অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন। এটি PhonePe এবং Google Pay-এর জন্য উদ্বেগের কারণ হিসাবে রয়ে গেছে। কারণ এই উভয় UPI প্ল্যাটফর্মের কাছেই Flipkart-এর মতো জনপ্রিয় ই-কমার্স পোর্টাল নেই।
আরও পড়ুন: অর্থনীতি নিচ্ছে রকেটের গতি! পূর্বাভাসে সংশোধন এনে ভারতের GDP বৃদ্ধির হার ৬.৮ শতাংশ করল Moody’s
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এটির সুবিধা নিতে পারবেন: বর্তমানে এই পরিষেবাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। যেটি শীঘ্রই iOS ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ করা হতে পারে বলে জানা গিয়েছে।