সাড়ে তিনবছরের অপেক্ষা শেষ! নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থের, বিরাট রায় দিল হাইকোর্ট

Published on:

Published on:

partha chatterjee(3)

বাংলা হান্ট ডেস্কঃ সাড়ে তিনবছর পর এবার জেলমুক্তির পথে পার্থ (Partha Chatterjee)? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। এদিন পার্থের জামিনের রায় দেন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে।

উল্লেখ্য, প্রাথমিকের এই মামলা বাদে বাকিগুলিতে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ। এবার শেষ একটাতেও জামিন। যদিও এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি হবে কি না, তা স্পষ্ট নয়। নিম্ন আদালতের উপর নির্ভর করছে গোটা বিষয়। যদিও কিছুদিন আগেই পার্থের আইনজীবী জানিয়েছিলেন, প্রাথমিকের এই মামলায় জামিন পেলেই তাঁর মক্কেলের জেলমুক্তি।

সবিস্তারে আসছে…