বাংলা হান্ট ডেস্কঃ নৈহাটির বড়ো মা মন্দিরে রঘু ডাকাত ছবির জন্য পুজো দিলেন অভিনেতা দেব (Dev)। এদিন তিনি কুণাল ঘোষকে কেন্দ্র করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। দেব বলেন, “বন্ধু হতেও যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। আর আমার শত্রু হতে যোগ্যতা লাগেই। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না”।
বড়মার মন্দিরে পুজো দিয়ে কী বললেন দেব (Dev)?
দেব (Dev) জানান, ছবির প্রচারে মায়ের পুজো দিয়েছেন এবং প্রার্থনা করেছেন চারিদিকে চলা প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধে অশান্তি যেন থেমে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাত নিয়ে কুণাল ঘোষের পোস্টের ব্যাপারে জানতে চাইলে প্রথমেই তিনি হেসে ওঠেন। তবে দেব স্পষ্ট করে বলেন, ‘কুণাল ঘোষ তাঁর অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন। তিনি কী মন্তব্য করেছেন বা করেননি, সেটা নিয়ে ভাবছি না। বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন, শত্রু হতেও যোগ্যতার প্রয়োজন। এরা যা করছে, সেটা করতে দেওয়াই বুদ্ধিমানের কাজ।’
দেব আরও জানান, নিজের কাজ নিজেই করবেন এবং ভবিষ্যতেও সিনেমা বানিয়ে মানুষকে আনন্দ দিতে থাকবেন। এরপর দেব বলেন, “বাংলা ছবিকে যেন শুধু ভারতীয় ছবি বলা হয়, সেই প্রচেষ্টাতেই আছি।” দেব (Dev) জানান, পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, যার মধ্যে রয়েছে রক্তবীজ ২, দেবী চৌধুরানী ও রঘু ডাকাত।
তবে রঘু ডাকাত মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে এই ছবি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রঘু ডাকাতকে (Dev) নিয়ে তীব্র কটাক্ষ করেন। কুণাল ঘোষ বলেন, “জেলায় জেলায় তৃণমূলের ঘাড়ে চড়ে রঘু ডাকাতের প্রমোশন হচ্ছে, তাই ছবির ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।” এরপর রক্তবীজ ২ নিয়ে মন্তব্য করে কুণাল বলেন, এটি একটি রোমাঞ্চকর থ্রিলার, যেখানে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর অনস্ক্রিন কেমিস্ট্রি অসাধারণ।
আরও পড়ুনঃ “আপনাদের আশীর্বাদে আবার যদি ফিরে আসি…”, কেন এমন বললেন মমতা?
এরপর কুণাল আরও বলেন, “অ্যাকশন মানেই কি বড় বড় পেশী দেখিয়ে লাফালাফি? না, মেধা, ব্যক্তিত্ব, বুদ্ধিবৃত্তি গুরুত্বপূর্ণ। আবীর চট্টোপাধ্যায় অ্যাকশন সিনে ফাটিয়ে দিয়েছেন।” কুণাল ঘোষের এই মন্তব্য পরোক্ষভাবে দেবের (Dev) ছবিকে কটাক্ষ হিসেবেই ধরা হয়।