যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court orders Jadavpur University hostels to remain closed during Puja holidaysCalcutta High Court orders Jadavpur University hostels to remain closed during Puja holidays

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর ছুটির আবহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পুজোর ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধ রাখতে হবে। সেই সঙ্গে যাদবপুর থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ে গিয়ে খতিয়ে দেখবে, যেন কোনও হস্টেলের তালা খোলা না থাকে।

ক্যাম্পাসে বহিরাগতদের নিয়েও কড়া নির্দেশ আদালতে (Calcutta High Court)

এদিন আদালত (Calcutta High Court) স্পষ্ট জানিয়েছে যে, ছুটি চলাকালীন বহিরাগতরা যাতে কোনও ভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারবে। তবে পুজোর ছুটি মিটলে তবেই হস্টেলের তালা খোলার অনুমতি থাকবে।

শুক্রবার জনস্বার্থ মামলার শুনানিতে এদিন আরও একাধিক নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। বেঞ্চ জানিয়েছে, ছুটি শেষে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বস্ত আধিকারিকরা বসে বৈঠক করবেন। সিসিটিভি বসানো-সহ নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা নিয়ে ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এরপর সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে আগামী শুনানিতে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কার্যত বহিরাগতদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে বলেই অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি বসানো ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে (Calcutta High Court)। সেই অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে আদালত।

Calcutta High Court orders Jadavpur University hostels to remain closed during Puja holidays

আরও পড়ুনঃ রঘু ডাকাতের প্রমোশন নিয়ে কুনাল ঘোষের কটাক্ষ, অবশেষে মুখ খুললেন দেব, বললেন…

প্রসঙ্গত, এর আগে তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাইরের সব অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এবার হস্টেল তালাবন্দির নির্দেশেও দিল আদালত (Calcutta High Court)। আদালতের এই নির্দেশে আগামী দিনে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।