পুজোর মুখে বিষন্ন টেলিপাড়া, গল্প ফুরোলো জলসার প্রাক্তন বেঙ্গল টপার মেগার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশনে সিরিয়াল (Serial) শেষের ধুম উঠেছে। পুজোর মুখে পরপর কয়েকটি ধারাবাহিক শেষ হয়েছে কয়েকটি সিরিয়াল। তার ধাক্কা লেগেছে টিআরপি তালিকাতেও। সম্প্রতি স্টার জলসার আরও একটি দীর্ঘদিনের সিরিয়াল (Serial) শেষ হয়েছে। দর্শকদের মধ্যেও এ নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য।

শেষ হয়ে গেল জনপ্রিয় সিরিয়াল (Serial)

টেলিপাড়ায় তীব্র গুঞ্জন শোনা যাচ্ছিল ‘গীতা এলএলবি’ সিরিয়াল নিয়ে। স্টার জলসার অন্যতম পুরনো মেগা (Serial) নাকি এবার শেষের পথে। একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল এই সিরিয়ালটি (Serial)। দীর্ঘদিন বেঙ্গল টপারের স্থানেও ছিল গীতা এলএলবি। তবে সেসব সুখের দিন এখন অস্তগত। টিআরপি তলানিতে নেমেছে গীতা এলএলবির। এমতাবস্থায় তাই এবার ধারাবাহিক (Serial) শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Another star jalsha serial ending before Puja

ভাইরাল শেষ শুটিংয়ের ছবি: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল গীতা এলএলবির শেষ দিনের শুটিংয়ের ছবি। সিরিয়ালের (Serial) ‘মেহেক’ এর শেয়ার করা ছবিতে দেখা মিলল স্বস্তিকের ঠাকুমারও। প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের ছবি জ্বলজ্বল করতে দেখা গেল টিমের মাঝে। সিরিয়ালের মাঝেই প্রয়াত হন তিনি। কিন্তু শেষ দিনের শুটিংয়ে প্রবীণ অভিনেত্রীকে ভোলেননি কলাকুশলীরা।

আরও পড়ুন : প্রাক্তন ক্যাটরিনার মা হওয়ার খবরে বিষ্ফোরক প্রতিক্রিয়া! ভাইরাল সলমনের পোস্ট?

মন খারাপ দর্শকদের: পোস্ট থেকে জানা যায়, এদিন শেষ শুটিং করেছেন সিরিয়ালের কলাকুশলীরা। তাই শেষদিনে শুটিংয়ের (Serial) বিভিন্ন মুহূর্ত, মেকআপ রুম, সেটের ছবিও ভাগ করে নিয়েছেন পর্দার ‘মেহেক’। শেষ দিনের শুটিংয়ের ছবি দেখে আবেগঘন হয়ে পড়েন দর্শকরাও।

আরও পড়ুন: মা দুর্গা পূজিত হন মা চামুণ্ডা রূপে, কী এই সন্ধিপুজো? ঠিক কোন সময়েই বা করতে হয়?

গুঞ্জন বলছে, পুজোর পরেই সম্ভবত শেষ সম্প্রচার হতে পারে গীতা এলএলবির। বর্তমানে স্টার জলসায় বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে। তবে এর মাঝে গীতার টিআরপি অনেকটাই নেমে গিয়েছে। মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি।