বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির সংখ্যা। যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায়, দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI তাদের গ্রাহকদের সতর্ক (SBI Alert) করেছে। আপনিও যদি SBI-র একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, SBI গ্রাহকদের মোবাইল নম্বর পরিবর্তনের জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে। ইতিমধ্যেই ব্যাঙ্ক একটি সতর্কতা জারি করে জানিয়েছে যে প্রতারকরা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করে তাদের নম্বরের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করছে।
গ্রাহকদের সতর্ক করেছে SBI (SBI Alert):
প্রতারকরা কীভাবে ফাঁদে ফেলে: ব্যাঙ্ক সতর্কতা জারি করে বলেছে, প্রতারকরা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করে তাদের নম্বরের সঙ্গে লিঙ্ক করার (SBI Alert) চেষ্টা করছে। এমনকি, গ্রাহকদের এটাও হুমকি দেওয়া হচ্ছে যে, তারা যদি তাৎক্ষণিক পদক্ষেপ না নেন বা লিঙ্কে ক্লিক না করেন, সেক্ষেত্রে তাঁদের বিদ্যমান পেমেন্ট বন্ধ করে দেওয়া হবে।
— State Bank of India (@TheOfficialSBI) September 25, 2025
মূলত, গ্রাহকদের প্রথমে কল করা হচ্ছে বা SMS প্রদান করা হচ্ছে। যেখানে “আপনার PPO দ্রুত প্রসেসিংয়ের জন্য” অথবা “আপনার PPO-র ভেরিফিকেশনের লিঙ্ক” সম্পর্কিত তথ্য জানানো হচ্ছে। সেক্ষেত্রে প্রতারকের পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করলে বা OTP শেয়ার করলে গ্রাহকদের তথ্য চুরি হয়ে যেতে পারে। মনে রাখবেন, ব্যাঙ্ক কখনোই ফোন, SMS, লিঙ্ক বা ATM ভিজিটের মাধ্যমে PPO যাচাই করে না।
আরও পড়ুন: জমে গেল এশিয়া কাপের লড়াই! ৪১ বছরে এই প্রথম ফাইনালে মুখোমুখি ভারত-পাক, কে এগিয়ে পরিসংখ্যানে?
এই জালিয়াতি কীভাবে এড়াবেন:
* গ্রাহকদের পার্সোনাল/ ফাইন্যান্সিয়াল তথ্য, যেমন ইউজারনেম, পাসওয়ার্ড, ATM পিন, অথবা OTP, কখনোই কারোর সঙ্গে শেয়ার (SBI Alert) করবেন না।
* সর্বদা গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড/আপডেট করুন
* কোনও সন্দেহ থাকলে, নিকটতম শাখায় যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার নম্বর ১৮০০১২৩৪/১৮০০২১০০-তে কল করুন
আরও পড়ুন: সুদূর লন্ডনে উমার আরাধনা! দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা প্রবাসীরাও, ২০ বছরে পদার্পণ পঞ্চমুখীর পুজোর
* সাইবার অপরাধের অভিযোগ দায়ের (SBI Alert) করতে, ১৯৩০ নম্বরে কল করুন অথবা cybercrime.gov.in-এর ওয়েবসাইটটি দেখুন
* SMS এবং ইমেল অ্যালার্টগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
* আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুরক্ষার চাবিকাঠি; এটি নিরাপদ রাখুন।
কোন নম্বর নিরাপদ: উল্লেখ্য যে, গ্রাহকরা যাতে প্রতারণার শিকার না হন তা নিশ্চিত (SBI Alert) করার জন্য SBI তাদের প্রকৃত কলিং নম্বর সিরিজও প্রকাশ করেছে। ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে যে, যদি ১৬০০ দিয়ে কল শুরু হয়, তাহলে তা আসল এবং নিরাপদ এবং এই ধরণের কলের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই।