বাংলাহান্ট ডেস্ক : এবার পুজোয় টলিউড জমজমাট। একসঙ্গে মুক্তি পেয়েছে চার চারটি ছবি। সবকটিই তারকাখচিত। একদিকে যেমন ‘রঘু ডাকাত’ হয়ে পর্দায় ধরা দিয়েছেন সুপারস্টার দেব (Dev), অন্যদিকে ‘দেবী চৌধুরাণী’ ছবিতে ফের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পিছিয়ে নেই আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর ‘রক্তবীজ ২’। আবার ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতেও রয়েছেন আবির। বক্স অফিসের লড়াইয়ের মাঝেই এবার দেবের (Dev) ছবিকে কটাক্ষ শানাতে দেখা গেল কুণাল ঘোষকে।
দেবের (Dev) ‘রঘু ডাকাত’ নিয়ে ফের কটাক্ষ কুণালের
কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’ নিয়ে রিভিউ দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র। এবার তিনি মুখ খুললেন ‘রঘু ডাকাত’ নিয়ে। সোশ্যাল মিডিয়া পোস্টে তীর্যক মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। কুণাল (Kunal Ghosh) লিখেছেন, ‘চারপাশ থেকে যা খবর, রক্তবীজ ২ সেরা। দেবী চৌধুরানীও বেশ ভালো হয়েছে। যত কান্ড কলকাতাও ঠিকঠাক। আর যাঁদের দক্ষিণী স্টাইলে ঝুলন সাজানো দেখতে ভালো লাগবে, তারা রঘু ডাকাত দেখতে পারেন।’
নেটপাড়ায় দেব বনাম কুণাল: নিজের দলীয় সাংসদের ছবি নিয়েই এমন কটাক্ষে গুঞ্জন ছড়িয়েছে নেটপাড়ায়। হঠাৎ কেন এমন খোঁচা দিলেন কেন তিনি? তবে কি এবার রাজনীতি ছেড়ে অভিনয়ে পা রাখতে চলেছেন কুণাল? উঠতে শুরু করেছে প্রশ্ন। অবশ্য এটা প্রথম নয়, এর আগেও ‘রঘু ডাকাত’ নিয়ে বক্রোক্তি করতে দেখা গিয়েছে কুণালকে। সোশ্যাল মিডিয়ায় দেবের (Dev) ছবি নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাকে। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘ভাই রান-আ, রঘু ডাকাত কেন, এবারের পুজোর চারটে বাংলা ছবিই মুখস্থ হয়ে গেছে। একটি আমি নিজে দেখেছি। অন্যগুলি যারা দেখেছেন, তাদের কাছ থেকে নিষ্ঠাভরে শোনা। আপনি নাকি সিনেমা লাইনের। আপনি জানেন না কোথায় কোথায় কারা আনুষ্ঠানিক মুক্তির আগে দেখেছে? ইচ্ছে করলে গতকালই বলে দিতাম চারটির মধ্যে রঘু ডাকাত চতুর্থ হতে চলেছে। সৌজন্যে লিখিনি।’
আরও পড়ুন : পুজোর মুখে বিষন্ন টেলিপাড়া, গল্প ফুরোলো জলসার প্রাক্তন বেঙ্গল টপার মেগার
কী নিয়ে বিতর্ক: তিনি আরও লিখেছিলেন, ‘আমি দেবের (Dev) শত্রু নই। খামোখা শত্রু হবো কেন? ওর ভালো কাজ অবশ্যই ভালো। যেটা খারাপ, সেটা খারাপ। বাঘা যতীন কী রেজাল্ট? শ্রীকান্তবাবুর সঙ্গে পরিচয় আছে, শত্রুতা নয়। অনেক ভালো কাজ আছে ওঁর। রান-আ, তুমি যাদের সঙ্গে নাচছ,তাদের যেন কে কীসের জন্য জেলে ছিল? কে ইডির তলব পেয়ে কাঁপছে??? এখন নাচছ কোন্ মধুর গন্ধে? কী পাচ্ছ? লোকে তো বলছে নানারকম।’
আরও পড়ুন : কোনও থিম নয়, বাস্তব! এখানে ২০০ বছর ধরে দেবীজ্ঞানে পুজো করা হয় উঁইঢিবিকে, গায়ে কাঁটা দেবে নেপথ্য কাহিনি
উল্লেখ্য, প্রথম থেকেই ‘রক্তবীজ ২’ এর পাশে দাঁড়িয়ে দেবের বিরুদ্ধে কটাক্ষ শানাতে দেখা গিয়েছিল কুণালকে। রঘু ডাকাতের অতিরিক্ত শো পাওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। ছবিটি নেপথ্যে ‘বাড়তি সুবিধা’ পেয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তাঁর মতে, তৃণমূলের ঘাড়ে চড়ে জেলায় জেলায় রঘু ডাকাতের প্রচার করেছেন দেব। এমতাবস্থায় এই ছবির জন্য দলকেও কৃতিত্ব দেওয়া উচিত বলে মনে করেন কুণাল। পালটা দেবের বক্তব্য, দেবের বন্ধু হতে গেলেও যোগ্যতা লাগে, আবার শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে। কুণাল ঘোষকে নিজের গুরু বলেও মন্তব্য করেন তিনি।