বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে কীভাবে জয় পেতে পারে সেই বিষয়ে মতামত দিয়েছেন। তিনি, পাকিস্তানের ক্রিকেট দলের কাছে আশা করেছেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে নির্ভীকভাবে ক্রিকেট খেলতে হবে।
কী জানিয়েছেন শোয়েব আখতার (Shoaib Akhtar):
উল্লেখ্য যে, এশিয়া কাপ ২০২৫-এ ইতিমধ্যেই ভারতীয় দল ২ বার পাকিস্তানকে পরাজিত করেছে। লিগ পর্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে এবং তারপর সুপার ৪ রাউন্ডে ৬ উইকেটে পরাজিত করে। এমতাবস্থায়, “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস” নামে খ্যাত শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, এমন একটি জিনিস আছে যার সাহায্যে ভারতকে পরাজিত করা সম্ভব।
শোয়েব আখতার কী জানান: তিনি (Shoaib Akhtar) বলেন, “আমাদের এই মানসিকতা ভাঙতে হবে। ভারতীয় দলকে ঘিরে যে প্রচার চলছে তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে খেলেছি, সেই একই মানসিকতা নিয়ে ফাইনাল খেলতে হবে। আমাদের ভারতের বিরুদ্ধে ম্যাচে আধিপত্য বিস্তার করতে হবে। আমাদের সেই মনোভাব অবলম্বন করতে হবে। আর মনে রাখবেন, আমাদের ভাবনা শুধুমাত্র ২০ ওভার নিয়ে নয়। আমাদের তাদের আউট করতে হবে।”
আরও পড়ুন: বিশ্বজুড়ে মায়ের আগমন! নজর কাড়ছে স্কটল্যান্ডের দুর্গোৎসব, ১২ বছরে পা দিল এডিনবার্গের পুজো
আখতারের (Shoaib Akhtar) মতে, “যখন তাদের আউট করতে সক্ষম হবেন, তখন ভারত বুঝতে পারবে যে তাদের রানের জন্য লড়াই করতে হবে। তারা বিনামূল্যে রান পাবে না। পাকিস্তানকে এগিয়ে আসতে হবে। তাদের ভুলে যেতে হবে যে, ভারত এক নম্বর দল। আমাদের কাছে এক নম্বর ফাস্ট বোলার শাহিন আফ্রিদি আছে। হারিস রউফের মতো একজন ফাস্ট বোলার আছে। যদি আপনি আক্রমণাত্মক খেলেন, তাহলে চিন্তার কিছু নেই।”
আরও পড়ুন: মা এলেন… দুর্গাপুজোয় মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরাও! মহাসমারোহে সম্পন্ন হচ্ছে শ্রেষ্ঠ উৎসব
অভিষেক শর্মার বিষয়ে প্রতিক্রিয়া: পিটিভি স্পোর্টসের “গেম অন হাই” অনুষ্ঠানে শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, “পাকিস্তানি বোলাররা যদি অভিষেক শর্মাকে তাড়াতাড়ি আউট করতে পারে, তাহলে তারা ভারতকে সমস্যায় ফেলবে এবং ভারতের ওপর চাপ তৈরি করতে সক্ষম হবে।” পাকিস্তানের প্রাক্তন এই ফাস্ট বোলার বলেন, “আমাদের অভিষেক শর্মার উইকেট দ্রুত নিতে হবে। আমরা ভালো লেন্থ বলে বাউন্ডারি মেনে নিতে পারি। ভালো বলে বাউন্ডারি সহ্য করতে পারি। অভিষেক তাঁর সব শট সঠিকভাবে খেলবে এমনটা নয়। এই টুর্নামেন্টে সে অনেক ভুল সময়ে শট খেলেছে। প্রথম ২ ওভারেই অভিষেককে আউট করলে ভারত সমস্যায় পড়বে।” আর এইভাবেই ভারতীয় দলের ওপর চাপ থাকবে বলে জানান তিনি।