পঞ্চমীর দিনে সোনার দামে বড় চমক, জেনে নিন ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price hit on panchami what is the price of 1 gram of the yellow metal today

বাংলা হান্ট ডেস্ক: পঞ্চমীর দিনে মধ্যবিত্তের জন্য সুখবর। এই উৎসবের মরশুমে কিছুটা কমেছে সোনার দাম (Gold Price)। যার ফলে হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রেতা ও বিক্রেতারা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। দেখে নিন আজকের সোনার দাম।

সোনা ও রুপোর বাজারে চমক, জানুন আজকের রেট (Gold Price)

বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। এক নজরে জেনে নেওয়া যাক সোনার দাম (Gold Price)। একনজরে দেখুন আজকের গোল্ড রেট।

Gold Price hit on panchami what is the price of 1 gram of the yellow metal today

আরও পড়ুন: পুজোর মধ্যে Jio-র বিশেষ ঘোষণা, ৩৩৬ দিন রিচার্জ ফ্রি, মাথায় হাত Airtel-Vi এর

শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৮৬০ টাকা (-১০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৮৬০০ টাকা (-১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪২৫ টাকা (-১০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪২৫০টাকা (-১০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৩৭০টাকা (-৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৩৭০০টাকা (-৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৩৯৩৫(+১৫৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৩৯৩৫০(+১৫৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৩৯২৫টাকা (+১৫৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৩৯২৫০টাকা (-১৫৫০)।

প্রসঙ্গত, চলতি মাসে সোনার দাম প্রথম থেকে আকাশছোঁয়া ছিল। যার ফলে সোনা কিনতে গিয়ে যথারীতি হিমশিম খেতে হয়েছে বহু মধ্যবিত্তদের। তবে বর্তমানে সোনার দাম কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। কিন্তু বর্তমানে সোনার দাম (Gold Price) কমলেও, আবার সোনার দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।