পুজোর পর শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

Published on:

Published on:

Bratya Basu Announces Primary Teacher Recruitment Interviews Post-Durga Puja

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের যুবক-যুবতীদের জন্য পুজোর আগে বড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঘোষণায় বলা হয়েছে ১৩,৪২১টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার এই সুখবর জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান, “দ্রুত নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে।”

বৃহস্পতিবার ১৩ হাজার ৪২১টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩ হাজার ৪২১টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সমস্ত নিয়মকানুন ও বিধি খতিয়ে দেখার কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)

শুক্রবার এক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যাসাগর একাডেমিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, “এটি নিয়ে আমরা গভীরভাবে ভাবছি। আমাদের সংগঠনগতভাবে কী করা যায় তা দেখছি। তবে, তার আগে সমস্ত নিয়ম-কানুন ও বিধি খতিয়ে দেখতে হবে।”

এদিন অনুষ্ঠানে চারজন গবেষককে ‘বিদ্যাসাগর-দিনময়ী’ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন আশিস নন্দী, ভক্তি দে, অমিয়প্রসাদ সেন এবং সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর আকাদেমির সচিব অচিন চক্রবর্তী।

Bratya Basu Announces Primary Teacher Recruitment Interviews Post-Durga Puja

আরও পড়ুনঃ “দায়িত্বশীল হোন”, কল্যাণী মেডিক্যালের র‍্যাগিং বিতর্কে চূড়ান্ত রায় দিল কলকাতা হাই কোর্ট

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বক্তব্য অনুযায়ী, পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। এটি রাজ্যের যুবক-যুবতীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ায় প্রার্থীরা সময়মতো প্রস্তুতি নিতে পারবে এবং শূন্যপদগুলো পূরণের কাজও দ্রুত শেষ হবে।