পুজোর আগে ঘরকে দিন একেবারে নতুন সাজ, সহজ কিছু টিপস রইল

Published on:

Published on:

Durga Puja give your home a brand new look before Puja here are some simple tips

বাংলা হান্ট ডেস্ক: বছরের এই ৫ টা দিনের জন্য সবাই অপেক্ষায় থাকে। দুর্গা পুজোর (Durga Puja) সময় শুধুমাত্র নিজেকে বা প্রিয়জনকে সাজিয়ে তোলা নয়। একইসঙ্গে সাজিয়ে তুলি আমরা গোটা বাড়ি। সেই বাড়ির ঘর গুলিকে নতুনভাবে সাজিয়ে তুললে ঘরের সাজ একেবারে অন্যরকম হয়ে যায়। আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু জিনিসের যা বাজেট ও সামর্থের মধ্যে আপনি চিনতে পারবেন। বদল এনে অন্দরমহলের সাজ পাল্টে ফেলতে পারবেন।

পুজোর সাজে ঘরকে দিন নতুন আমেজ (Durga Puja)

পুজোর (DurgaPuja) সময় ঘরের সাজ পাল্টানোর জন্য যে প্রচুর টাকা খরচ করা প্রয়োজন তা নয়। সামান্য কিছু টাকা দিয়ে আপনি আপনার ঘরের চেহারা বদলে দিতে পারবেন। জেনে নিন কি কিভাবে আপনি এই উৎসবের (Festival) আবহে ঘরের ভেতর সাজিয়ে তুলতে পারবেন।

Durga Puja give your home a brand new look before Puja here are some simple tips

আরও পড়ুন: পুজোয় বাড়িতে আসা অতিথিদের জন্য সামান্য কিছু উপকরণ দিয়ে বানান ক্ষীরমোহন, রইল রেসিপি

বিছানার চাদর ও কুশন কভার: বিছানার চাদর ও কুশন কভার বদলে ফেলতে পারে ঘরের চেহারা। আপনি যদি রঙিন বিছানার চাদর ব্যবহার করেন তাহলে তা ঘরকে আরো প্রাণবন্ত করে তুলবে। এর পাশাপাশি কৌশান কভারও আপনার ঘরের সাজসজ্জায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে (Durga Puja)।

ঘরের রং ও পর্দা: ঘরের অন্দরমহল সাজানোর জন্য অন্যতম ভূমিকা পালন করে পর্দা। আপনি যদি গাঢ় রঙের পর্দা ব্যবহার করেন তাহলে তা আপনার ঘরের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। এর পাশাপাশি পরিবর্তন করতে পারেন ঘরের রং। অথবা আপনি চাইলে পর্দার কাপড়ের ধরন বদলাতে পারেন। যেমন পর্দার বদলে জর্জেট বা সিল্কের মতন ফেব্রিক ব্যবহার করা যেতে পারে (Home Decoration)।

আলোকসজ্জা: আলোকসজ্জা একটি ঘরের মেজাজ বা মুড নির্ধারণ করে। আপনি যদি আপনার ঘরের আলোকসজ্জা পরিবর্তন করতে চান তাহলে আপনার ঘরের চেহারা আরও সুন্দর করে তুলবে। আপনি কয়েকটি ল্যাম্প ও ঝুলন্ত আলো অথবা ফেয়ারি লাইট ব্যবহার করতে পারেন। এতে ঘরের পরিবেশ পাল্টে যাবে (Durga Puja)।