বাংলাহান্ট ডেস্ক: শ্লথ গতি পেরিয়ে অবশেষে দ্রুততা ও আধুনিকীকরণের পথে পা বাড়াল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। শনিবার ওড়িশা থেকে দেশের প্রথম বিএসএনএল ৪জি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ প্রতীক্ষার পর এই পদক্ষেপকে ভারতের টেলিকম শিল্পের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
দেশ জুড়ে চালু হচ্ছে বিএসএনএল-এর 4-G পরিষেবা (BSNL)
গত কয়েক বছর ধরেই বিএসএনএলের (BSNL) কর্মী সংগঠনগুলি কেন্দ্রের কাছে ৪জি পরিষেবা চালুর জন্য দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবি মেনে নিল কেন্দ্র। জানা গেছে, ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ৯৮ হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় আরও লক্ষাধিক টাওয়ার বসানোর কাজও শুরু হয়েছে। এর ফলে নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে বলেই আশা করছে সংস্থাটি।
আরও পড়ুন:পাকিস্তানের হুমকি পাচ্ছে না পাত্তা! চন্দ্রভাগায় বাঁধের কাজে উদ্যোগী ভারত
এমন নজিরবিহীন পদক্ষেপে ভারত এখন বিশ্বে পঞ্চম দেশ, যে দেশ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিষেবা চালু করল। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছে সুইডেন, ডেনমার্ক, চিন এবং দক্ষিণ কোরিয়া। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় সরকারের ৩৭ হাজার কোটি টাকার বিনিয়োগ। উদ্দেশ্য একটাই—বিএসএনএলকে (BSNL) আবার প্রতিযোগিতার ময়দানে ফিরিয়ে আনা।
In a landmark moment for Bharat’s telecom sector, and celebrating 25 glorious years of @BSNLCorporate, PM Shri @narendramodi ji will inaugurate India’s fully indigenous 4G stack and more than 97,500 Swadeshi BSNL towers across Odisha, Andhra Pradesh, Uttar Pradesh, Maharashtra,… pic.twitter.com/CZXtKMg48L
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) September 27, 2025
সংস্থার দাবি, ৪জি পরিষেবা চালুর পর বিএসএনএল (BSNL) এবার বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। পরিষেবার গতি যেমন বাড়বে, তেমনই কমবে খরচ। বর্তমানে বিএসএনএলের রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি সংস্থার তুলনায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ সস্তা। সংস্থার শীর্ষ কর্তাদের মতে, ৪জি পরিষেবাতেও একই হারে সাশ্রয়ী খরচে পরিষেবা দেওয়া হবে।
বর্তমানে বিএসএনএলের (BSNL) প্রায় ৯০ লক্ষ গ্রাহক রয়েছেন। তাঁদের হাতেই এবার পৌঁছে যাবে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। এর ফলে বিশেষ করে গ্রামীণ এবং শহরতলির গ্রাহকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পরিষেবার গুণমান ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংস্থাটি ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন:সব মামলায় ‘মুক্ত’! কোন কোন শর্তে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন পার্থ?
যদিও আপাতত ফোকাস ৪জি পরিষেবা চালু করা নিয়ে, বিএসএনএল (BSNL) এখানেই থামতে চাইছে না। সংস্থার কর্তারা জানিয়েছেন, আগামী দিনে ফাইভ জি ও সিক্স জি পরিষেবাও চালুর পরিকল্পনা রয়েছে। তবে এখন লক্ষ্য একটাই—৪জি পরিষেবাকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।
বিএসএনএলের (BSNL) আধুনিকীকরণের এই অধ্যায় শুধু সংস্থাটির ভবিষ্যতকেই বদলাবে না, বরং ভারতের টেলিকম খাতে নতুন করে প্রতিযোগিতা তৈরি করবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার এই প্রত্যাবর্তন কতটা সফল হয়, সেটাই এখন দেখার।