বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চমীর সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল সোনারপুরের (Sonarpur) এক পুজো মন্ডপে। রাজপুর-সোনারপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে একটি বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিশ্বজিৎ সাহার। জানা যায়, তিনি ওই পুজো কমিটির সদস্য ছিলেন।
ফের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু সোনারপুরে (Sonarpur)
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা-সহ আশপাশের জেলায় টানা বৃষ্টিতে জল জমে গিয়েছিল। সেই সময়েই কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। তার রেশ কাটতে না কাটতেই ফের মর্মান্তিক ঘটনা ঘটল সোনারপুরে (Sonarpur)।
কিভাবে মৃত্যু হয়?
সূত্রের খবর, পঞ্চমীর দিন সকালে পুজো মণ্ডপে যান বিশ্বজিৎ। সেখানে মণ্ডপের এক জায়গায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। তারপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, তখন আর কিছু করার ছিল না। চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করে।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুজোর আনন্দের দিনে মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পূজা মন্ডপের মধ্যে পুজো ক্লাবের একজন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সোনারপুরের (Sonarpur) ওই এলাকায়।
আরও পড়ুনঃ মমতার কণ্ঠে আগমনী সুর, পঞ্চমীতে রাজ্যবাসীকে বিশেষভাবে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠেছে কোথা থেকে বিদ্যুৎ লিক হয়েছিল? শটসার্কিটের কারণেই কি এই দুর্ঘটনা? ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তবে, পঞ্চমীর সকালে দুর্গাপুজোর আনন্দের মাঝে হঠাৎ এমন ঘটনায় গোটা এলাকায় (Sonarpur) বিষাদের ছায়া নেমে এসেছে।