বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে কলকাতায় স্থিত সংস্থা SI সার্জিক্যাল কর্পোরেশন, মেডিক্যাল সরঞ্জাম এবং হাসপাতালের আসবাবপত্রের উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, SI সার্জিক্যাল (SI Surgical) ব্র্যান্ড নামে এই সংস্থার বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম বহুল পরিমাণে প্রচলিত রয়েছে।
১৯ বছরে পদার্পণ করল SI সার্জিক্যাল (SI Surgical):
এবার এই সংস্থাই গুটি গুটি পায়ে অতিক্রান্ত করল ১৯ বছরের দীর্ঘ সফর। এমতাবস্থায়, গত শুক্রবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মহাসমারোহে সম্পন্ন হল SI সার্জিক্যালের (SI Surgical) প্রতিষ্ঠা দিবস। ওই বিশেষ দিনে কলকাতার কলা মন্দিরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেদাথানন্দ রবি মহারাজ।
এছাড়াও, ওই বিশেষ অনুষ্ঠানে সংস্থার (SI Surgical) স্টেকহোল্ডারদের পাশাপাশি ম্যানেজমেন্টের আধিকারিক থেকে শুরু করে কর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০০৬ সালে এই সংস্থার পথচলা শুরু হয়। বর্তমান সময়ে মেডিক্যাল সরঞ্জাম সহ হাসপাতালের আসবাবপত্র তৈরির ক্ষেত্রে SI সার্জিক্যাল একটি মহীরুহতে পরিণত হয়েছে।
২০১৬ সালে SI সার্জিক্যাল (SI Surgical) কর্পোরেশন মডিউলার ওটি বিভাগের জন্য SI সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড নামে একটি নতুন সংস্থার উদ্ভাবন করে। এই সংস্থার মূল লক্ষ্য হল, মেডিকেল সরঞ্জাম এবং হাসপাতালের আসবাবপত্র প্রস্তুতকারী হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখে গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণ করা।
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাক! কখন শুরু হবে ম্যাচ? কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং?
জানিয়ে রাখি, ইতিমধ্যেই SI সার্জিক্যাল (SI Surgical) প্রাইভেট লিমিটেড হসপিটাল বেড, অপারেশন থিয়েটার টেবিল, অপারেশন থিয়েটার লাইট এবং অন্যান্য মেডিকেল সরঞ্জাম এবং যন্ত্রপাতির ডিজাইন, রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য ৯০০১:২০১৫ এবং ১৩৪৮৫:২০০৩ অর্জন করেছে। আর এই ভাবেই যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে বিবেচিত হচ্ছে SI সার্জিক্যাল।