বাংলা হান্ট ডেস্ক: আচমকাই স্তব্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম Facebook এবং Instagram। মঙ্গলবার রাত ৯ টা বেজে ১০ মিনিট নাগাদ হঠাৎ করেই Facebook এবং Instagram ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায়।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সামগ্রিকভাবে Meta-র সার্ভিসগুলি ডাউন হয়ে যায়। আর সেই কারণেই কাজ করা বন্ধ করে দেয় Facebook এবং Instagram। Downdetector-এর মতে ভারতীয় সময় রাত ৯ টা বেজে ১০ মিনিটে Meta-র পরিষেবা ব্যাহত হয়েছে।
এমতাবস্থায়, মোবাইল অ্যাপ সহ ওয়েব সার্ভিসেও অ্যাক্সেস মেলেনি। এদিকে আরও জানা গিয়েছে, কিছু কিছু ব্যবহারকারীর Instagram অ্যাকাউন্টের কমেন্ট সেকশন কাজ করা বন্ধ করে দেয়। উল্লেখ্য যে, এই বিষয়টি যে শুধুমাত্র ভারতেই পরিলক্ষিত হচ্ছে এমনটা কিন্তু নয়। বরং সমগ্র বিশ্বেই এই পরিষেবা ডাউন হয়েছে।
আরও পড়ুন: মহাশিবরাত্রির আগে স্বপ্নে দেখেছেন এই ৬ টি জিনিস? রয়েছে শুভ সংকেত! ঘুরবে আপনার ভাগ্যের চাকা
কেমব্রিজ অ্যানালিটিকা Facebook তথ্য ফাঁসের ঘটনাতেও এমনটাই ঘটেছিল: প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে Facebook এবং Instagram-এর পেরেন্ট কোম্পানি Meta-র তরফে জানানো হয়েছে তারা বিষয়টি সমাধানের জন্য কাজ করছে। এদিকে, কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক তথ্য ফাঁসের ঘটনাতেও এমনটাই ঘটেছিল। সেক্ষেত্রেও, Facebook অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হতে শুরু করে। তারপরই জানা যায় যে কোটি কোটি মানুষের তথ্য ফাঁস হয়েছে। তবে এবারে ঠিক কি সমস্যার কারণে এই বিষয়টি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: পক্ষপাতিত্ব! শ্রেয়সের বাদের প্রসঙ্গে এবার BCCI-র “আসল রহস্য” ফাঁস করল KKR
জানিয়ে রাখি যে, Facebook অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হলে মনে করা হয় যে Facebook পরিষেবা হ্যাক হয়েছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আবার, Facebook-এর সার্ভারে সমস্যা থাকলেও অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। এদিকে, সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি একটি D DOS আক্রমণও হতে পারে। যেখানে অনেকে একইসাথে সার্ভারে লগইন করার চেষ্টা করে। যাদের মধ্যে বেশিরভাগই হয় ভুয়ো ব্যবহারকারী।