বাংলা হান্ট ডেস্ক : সারা দেশের আবহাওয়াতেই (Weather) এসেছে বড় বদল। ভরা বসন্তে নেমে এসেছে কালবৈশাখীর ছায়া। আবহাওয়ার এমন মুড স্যুইং দেখে কার্যত চিন্তায় সকলেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের তো চিন্তার শেষ নেই। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টির তাণ্ডবে জেরবার আম জনতা। এহেন পরিস্থিতিতে খবর, আগামী শুক্রবার থেকে ফের বদলাবে বাংলার আবহাওয়া।
মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, আজ বুধবার রাজ্যের আকাশ বেশ পরিস্কার। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা। তবে আগামী দু’দিন উত্তর পশ্চিমের হাওয়ার দাপট থাকবে রাজ্যে। আগামীকালও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে পারদ মাত্রা কিছুটা কমতে পারে শুক্রবার।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) : আবহাওয়া দফতর জানাচ্ছে, সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে আগামী দু’দিন। দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমে হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রাও খানিক নামবে। তবে তার পর আবার উল্টো সুরে গান ধরবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।। সপ্তাহান্তে তাপমাত্রা বেশ অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত রবিবার থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে মোদী! শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী, কবে?
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) : বাংলার অন্যান্য জায়গার আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে খবর। ওদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে সিকিমে। সেই প্রভাব পড়বে দার্জিলিং-এও।
আরও পড়ুন: মহা সঙ্কটে সাংসদ-বিধায়করা, ‘ভোটের বদলে নোট’ কাণ্ডে কোনও রক্ষাকবচ নয়, রায় সুপ্রিম কোর্টের
কলকাতার আবহাওয়া (Kolkata) : হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ঝরঝরে পরিস্কার থাকবে কলকাতার আকাশ। সকাল দিকটা হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা। উল্লেখ্য, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।