বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর কলকাতা। দেশের প্রথম জলের তলার মেট্রো বা আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম চালু হল কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধন হল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো অংশের।
উদ্বোধনের পর সকাল ১০:৩৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গার সুরঙ্গে মেট্রো সফর করলেন। প্রধানমন্ত্রীর সাথে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বেশ কিছু পড়ুয়া। মেট্রোতে বসে পড়ুয়াদের সাথে গল্প করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সন্ধ্যায় কলকাতা এসে পৌঁছান।
আরোও পড়ুন : আমজনতার মাথায় হাত! পেটিএমের পর এবার এই আর্থিক সংস্থা, ব্যান করে দিল RBI
রাত্রিবাস করেছেন রাজভবনে। আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে বারাসতের কাছারি ময়দানে। তার আগে প্রধানমন্ত্রীর হাত ধরে সূচনা হল কলকাতা মেট্রোর তিনটি রুটের। প্রধানমন্ত্রী আজ সকাল ১০ টা নাগাদ বের হন রাজভবন থেকে। রানি রাসমণি রোড হয়ে সকাল দশটা দশ মিনিটে প্রধানমন্ত্রী এসে পৌঁছান এসপ্ল্যানেড।
দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনের জন্য তখন সব প্রস্তুতি ছিল সারা। রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল সকাল ১০:১৭ মিনিটে। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর সূচনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।
#WATCH | India's first underwater metro rail service in Kolkata set to be inaugurated by PM Modi on 6th March pic.twitter.com/ib5938Vn8x
— ANI (@ANI) March 5, 2024
একই সাথে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন তারাতলা-মাঝেরহাট, নিউ গড়িয়া-রুরি শাখার। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চড়ে বসেন একটি মেট্রোয়। মেট্রো আধিকারিক ও কিছু পড়ুয়ার সাথে তিনি সফর করলেন দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোয়। যদিও এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।