বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। এমতাবস্থায়, আগামী মাস অর্থাৎ অক্টোবরের পুরোটা জুড়েই বজায় থাকবে উৎসবের আবহ। তাই, আগামী মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে সেটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। মূলত, অক্টোবর মাসে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ২১ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। যার মধ্যে ৪ টি রবিবার এবং ২ টি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, অক্টোবর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
অক্টোবরে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holidays):
অক্টোবর মাসে ৪ টি রবিবার এবং ২ টি শনিবার রয়েছে: চলতি বছরের অক্টোবরে, ৫, ১২, ১৯ এবং ২৬ তারিখ রবিবার হওয়ার কারণে দেশব্যাপী সমস্ত ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। এছাড়াও, ১১ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এবং ২৫ অক্টোবর মাসের চতুর্থ শনিবার। ওই দিনগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানীয় উৎসবের কারণে ১, ২, ৩, ৪, ৬, ৭, ১০, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৭, ২৮ এবং ৩১ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা:
১ অক্টোবর (বুধবার): ত্রিপুরা, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের সমস্ত ব্যাঙ্ক মহানবমী, দশেরা, বিজয়া দশমী / দুর্গাপুজোর জন্য ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।
২ অক্টোবর (বৃহস্পতিবার): দশেরা, বিজয়া দশমী, দুর্গাপুজো এবং গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ অক্টোবর (শুক্রবার): দুর্গাপূজা উপলক্ষ্যে সিকিমের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪ অক্টোবর (শনিবার): দুর্গাপুজো উপলক্ষ্যে সিকিমের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ অক্টোবর (সোমবার): লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ অক্টোবর (মঙ্গলবার): বাল্মীকি জয়ন্তী এবং কুমার পূর্ণিমা উপলক্ষ্যে কর্ণাটক, ওড়িশা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ অক্টোবর (শুক্রবার): করভা চৌথ উপলক্ষ্যে হিমাচল প্রদেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।
১৮ অক্টোবর (শনিবার): বিহু উৎসব উপলক্ষ্যে আসামের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ অক্টোবর (সোমবার): মহারাষ্ট্র, ওড়িশা, সিকিম, মণিপুর, জম্মু, কাশ্মীর এবং বিহার ছাড়া সারা দেশের সমস্ত ব্যাঙ্ক দীপাবলি, নরক চতুর্দশী এবং কালীপুজোর কারণে বন্ধ থাকবে।
২১ অক্টোবর (মঙ্গলবার): দিওয়ালি অমাবস্যা, লক্ষ্মীপুজো, দীপাবলি এবং গোবর্ধন পুজো উপলক্ষ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, সিকিম, মণিপুর, জম্মু ও কাশ্মীরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনালের আগে “হাওয়া গরম”, টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের PCB-র
২২ অক্টোবর (বুধবার): গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারে দিওয়ালি (বলিপ্রতিপদ), বিক্রম সংবত নববর্ষ, গোবর্ধন পুজো এবং লক্ষ্মী পুজো উপলক্ষ্যে সমস্ত ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার): গুজরাট, সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে ভাই দুজ, চিত্রগুপ্ত জয়ন্তী, লক্ষ্মীপুজো (দীপাবলি), ভাতৃদ্বিতীয়া, নিঙ্গোল চাকৌবা উপলক্ষ্যে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর (সোমবার): ছট মহাপর্ব উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ অক্টোবর (মঙ্গলবার): ছট মহাপর্ব উপলক্ষ্যে বিহার এবং ঝাড়খণ্ডের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর (শুক্রবার): সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুজরাটের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: আন্দামান সাগরেই লুকিয়ে ছিল “গুপ্তধন”! অবশেষে সন্ধান পেল ভারত
এই রাজ্যে টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে: জানিয়ে রাখি যে, অক্টোবর মাসে সিকিমের ব্যাঙ্কে লম্বা ছুটি (Bank Holidays) থাকবে। আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ থেকে ৪ তারিখ পর্যন্ত উৎসব ছাড়াও, ৫ তারিখ রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পরে, বিভিন্ন উৎসবের কারণে ২১, ২২ এবং ২৩ অক্টোবর সিকিমের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।