ফুঁসছে ঘূর্ণাবর্ত! সপ্তমীতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

south bengal weather(83)

বাংলা হান্ট ডেস্ক: পুজোতেও পিছু ছাড়ছে না নিম্নচাপ। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আপাতত অষ্টমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ফলে এই ক’টাদিন সঙ্গে ছাতা নিয়েই ঘুরতে হবে। আবার অষ্টমীতে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ফলে বাড়বে বৃষ্টি। তার আগে সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তমীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকবে এদিন। সপ্তমীতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এদিন অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়।

বৃষ্টির পাশাপাশি কিছু জেলায় কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোথাও। অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিহীন থাকবে না পুজো।

পুজোর শেষভাগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে। যার জেরে বৃষ্টি ফের বাড়বে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও নিম্নচাপ তৈরি হওয়ায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

অষ্টমীর রাত থেকেই বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। দশমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

South Bengal Weather heavy rain likely again in North and South Bengal know today's weather

আরও পড়ুন: হঠাৎ DA বাড়াল এই রাজ্যের সরকার, বাংলার কি হবে?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অষ্টমী পর্যন্তদার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মত নবমী থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরেও।