পুজোয় ছন্দপতন! সপ্তমীতে বাড়ছে বৃষ্টির আশঙ্কা, কোন কোন জেলা ভাসবে? জানুন আজকের আবহাওয়ার খবর

Updated on:

Updated on:

South Bengal Weather Update 29th September 2025

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে দুর্যোগ কাটতেই সপ্তমী পর্যন্ত আবহাওয়ার উন্নতির খবর দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। তবে আবারও নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমীতে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে নবমী থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবার বাড়তে চলেছে বৃষ্টির প্রকোপ।

আজ সপ্তমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ, ২৯ সেপ্টেম্বর সপ্তমীর দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতায় আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্কই থাকবে, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অষ্টমীতে নিম্নচাপ তৈরি, দশমীতে বাড়বে বৃষ্টি

আবহাওয়া দপ্তর জানিয়েছে, অষ্টমীর দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে নবমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীতে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নবমী-দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নবমীতে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আটটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাব চলতে পারে দশমীতেও। সেই সময় কলকাতা-সহ মোট ১১টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ পুজোর অষ্টমী পর্যন্ত আবহাওয়া তুলনামূলক অনুকূল থাকলেও নবমী-দশমীতে ফের ছন্দপতনের ইঙ্গিত স্পষ্ট।

South Bengal Weather Update 29th September 2025

আরও পড়ুনঃ ফের পুলিশের নোটিস, উত্তাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, ‘পরিকল্পিত বাধা’ দেওয়ার অভিযোগ তুললেন সজল ঘোষ

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তমী এবং অষ্টমীতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। নবমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।