অবাক কাণ্ড! এশিয়া কাপের ট্রফি নিয়ে হোটেলে পালালেন নকভি, আল্টিমেটাম দিল BCCI

Published on:

Published on:

BCCI gives Mohsin Naqvi an ultimatum regarding the Asia Cup trophy.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তারা ট্রফি গ্রহণ করেনি। মূলত, ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভির (Mohsin Naqvi) কাছ থেকে ট্রফি গ্রহণ করা থেকে বিরত থেকেছে। এদিকে, নিয়ম অনুসারে, বিজয়ীকে ট্রফি প্রদানের প্রথম অধিকার রয়েছে ACC প্রধানের। তবে, যদি মহসিন নকভি কেবল ACC সভাপতি হতেন, তাহলে টিম ইন্ডিয়া তার কাছ থেকে ট্রফি গ্রহণ করার কথা বিবেচনা করত। কিন্তু, তিনি PCB-র চেয়ারম্যান এবং সর্বোপরি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায়, যেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে সেখানে টিম ইন্ডিয়া কীভাবে একজন পাকিস্তানি মন্ত্রীর কাছ থেকে ট্রফি নিতে পারে?

মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেয়নি টিম ইন্ডিয়া:

নকভির মনোভাব অসহনীয়: উল্লেখ্য যে টিম ইন্ডিয়া মহসিন নকভির (Mohsin Naqvi) কাছ থেকে ট্রফি গ্রহণ করতে চায়নি। তবে, তাঁর পরবর্তী মনোভাব বিসিসিআইয়ের জন্য অসহনীয় হয়ে ওঠে। BCCI অনুরোধ করেছিল যে, ভারতীয় দলকে মহসিন নকভির পরিবর্তে আমিরশাহী ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ট্রফিটি যেন টিম ইন্ডিয়ার হাতে তুলে দেন। কিন্তু, BCCI সূত্রে জানা গিয়েছে, ACC সভাপতি মহসিন নকভি ট্রফিটি নিয়ে তাঁর হোটেলে ফিরে যান।

BCCI নকভিকে আল্টিমেটাম দিয়েছে: এমতাবস্থায়, BCCI এবার মহসিন নকভির আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত বলে অনুমান করা হচ্ছে। যদিও, BCCI সচিব দেবজিৎ সাইকিয়া মহসিন নকভিকে তাঁর ভুল সংশোধনের সুযোগ দিয়েছেন। তাঁর মতে, BCCI আশা করছে, যে নকভি যত তাড়াতাড়ি সম্ভব এশিয়া কাপের ট্রফি ভারতীয় দলকে ফিরিয়ে দেবেন। তবে, BCCI হুমকি দিয়েছে যে, যদি এমনটা না হয় সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: উৎসবের আনন্দ হল দ্বিগুণ! তিলকের সৌজন্যে এশিয়া কাপের ফাইনালে খেল খতম পাকিস্তানের

দেবজিৎ সাইকিয়ার মতে, আগামী নভেম্বরে দুবাইতে সম্পন্ন হতে চলা ICC সম্মেলনে BCCI এই বিষয়ে প্রতিবাদ ও অভিযোগ করতে পারে। অর্থাৎ, মহসিন নকভির (Mohsin Naqvi) হাতে অক্টোবর পর্যন্ত সময় আছে ভারতে ট্রফি ফেরত দেওয়ার জন্য।

আরও পড়ুন: সুখবর! এই ব্যাঙ্কে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

ভারত পাকিস্তানকে হারিয়েছে: জানিয়ে রাখি যে, ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে। টসে জিতে ভারত প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। এরপর পাক টিম ২০ ওভারে ১৪৬ রান করে। যার জবাবে, ভারত ২০ তম ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানের টার্গেট পূরণ করে ফেলে।