রাহুল গান্ধীর সভায় মোদীর নামে জয়ধ্বনি! পাল্টা ‘ফ্লাইং কিস’ দিয়ে ‘আলু’ পেলেন কংগ্রেস সাংসদ

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। আর তার আগে সাজো সাজো রব পড়ে গিয়েছে সারাদেশেই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার এবং প্রসারে নেমে পড়েছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) জোর কদমে তার ভারত জোড়ো ন্যায় যাত্রা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পূর্ব থেকে পশ্চিম ভারত ভ্রমণ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গতকাল অর্থাৎ মঙ্গলবার নিজের দলবল নিয়ে তিনি পৌঁছে যান মধ্যপ্রদেশ। সেখানে তার কনভয়ের সামনে রব উঠল ‘মোদী-মোদী’।

আসলে হয়েছে কী, মঙ্গলবার মধ্য প্রদেশের সাজাপুরে পৌঁছয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানে প্রচার সারার সময় হঠাৎ-ই ঘটে যায় বেশ অদ্ভুত ঘটনা। কংগ্রেস নেতার কনভয়কে ঘিরে ধরে বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তার দুই ধার থেকেই ‘জয়তু মোদী’ স্লোগান ওঠে। ভগবান শ্রীরামের নামেও জয়ধ্বনি দেন তারা। পরিস্থিতি অস্বস্তিকর দেখে কনভয়ে থামিয়ে দেন রাহুল এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন ‘ফ্লাইং কিস’।

সাজাপুরে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ পৌঁছলে বিজেপি কর্মীরা মোদী মোদী স্লোগান তোলেন। রাহুল গান্ধী অবশ্য এতে খুব একটা বিরক্ত হননি। অন্তত তাকে দেখে বোঝার উপায় ছিলনা যে, তিনি বিরক্ত কিনা। কারণ বিরক্তি প্রকাশের জায়গায় রাহুল হাত মেলান তাদের সাথে। আবার এক বিজেপি কর্মী তাকে আলু উপহার দিলে বেশ হাসিমুখেই তা গ্রহণ করে নেন রাহুল গান্ধী। তারপরই ফিরে যান নিজের গাড়িতে।

আরও পড়ুন : বাধা পুলিশ! মোদীর সভায় না পৌঁছতে পেরে ক্ষুব্ধ সন্দেশখালির মহিলারা! ফের বিক্ষোভের আগুন

image 20240306 181852 0000

উল্লেখ্য, এইদিন মধ্যপ্রদেশের উজ্জয়নে জনসভায় করেন রাহুল। এই প্রসঙ্গে প্রশ্ন করা সেখানে সভাতে তিনি বলেন, ‘ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলেছি বলেই এইসব পরিস্থিতি সামলানো সহজ হয়ে গিয়েছে। আর কঠিন মনে হয় না এইসব বিষয়।’

আরও পড়ুন : ‘রাজনীতিতে আপনার মত মানুষের প্রয়োজন’, অভিজিৎ গাঙ্গুলিকে ফোন অমিত মালব্যর! আর কী কথা হল? EXCLUSIVE

একইসাথে সভায় রাহুল এও উল্লেখ করেন যে, ‘যাত্রার মাঝে এইরকম হয়ে থাকে মাঝে-মধ্যে। যেমন আজ হল। বিজেপির তিন-চারজন পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল। চিৎকার করছিল। আমি গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে হাত মেলাই এবং জিজ্ঞাসা করি, কেমন আছো ভাই? ওঁরা চিৎকার করা বন্ধ করে দেয়। হাসতে শুরু করে। আমি যখন চলে আসছিলাম, ওরা ফ্লাইং কিস দিচ্ছিল।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর