স্বস্তি নাকি বৃষ্টি? সপ্তমীর সন্ধ্যায় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আগাম আপডেট জানুন

Published on:

Published on:

Puja monsoon South Bengal Weather Forecast 29th september 2025

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে মেঘলা ভাব রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তাই সপ্তমীর দিন প্যান্ডেল হপিংয়ে বেরোলে সঙ্গে ছাতা বা রেনকোট রাখারই পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

অষ্টমীর দিনও কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া?

অষ্টমীর দিনও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবহাওয়ায় তেমন কোনও বদল হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এই সব জেলায়।

কলকাতায় আপাতত স্বস্তির হাওয়া

জল যন্ত্রণা কাটিয়ে ষষ্ঠীর দিন বৃষ্টিহীন কলকাতায় ঠাকুর দেখার ঢল নেমেছিল মানুষের। সপ্তমীর দিনও সকাল থেকে একের পর এক পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও আংশিক মেঘলা রয়েছে আকাশ। মাঝে মাঝে বিক্ষিপ্ত ভাবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। অষ্টমীতেও তেমন বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে।

তবে নবমীর রাত থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যা ঘনীভূত হতে পারে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যার জেরে দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে দশমীর দিন শহরে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Puja monsoon South Bengal Weather Forecast 29th september 2025

আরও পড়ুনঃ সপ্তমীর বাজারে আগুন! সবজি-মাছ-মাংসের চড়া দামে নাজেহাল সাধারণ মানুষ, নজরদারিতে টাস্ক ফোর্স

তবে সপ্তমী ও অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে। কোথাও কোথাও দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাতের জেরে দশমী থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।