বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার ইতিহাস তৈরি করেছে। গ্লোবাল অটোমোবাইল মার্কেটে একটি নতুন পরিচয় স্থাপন করেছে এই সংস্থা। কোম্পানিটি এখন বিশ্বের শীর্ষ ১০ টি মূল্যবান গাড়ি কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুসারে, এই তালিকায় মারুতি সুজুকি অষ্টম স্থানে পৌঁছেছে এবং শক্তিশালী মার্কেট ক্যাপিটালাইজেশনের নিরিখে ফোর্ড, জেনারেল মোটরস এবং ভক্সওয়াগেনের মতো সংস্থাকেও মারুতি সুজুকি পেছনে ফেলেছে।
ইতিহাস গড়ল মারুতি সুজুকি (Maruti Suzuki):
প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রতি মাসেই এই সংস্থার হাজার হাজার গাড়ি বিক্রি হয়। সাম্প্রতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, মারুতি সুজুকি (Maruti Suzuki) মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ৫৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই অর্জন ভারতের গাড়ি শিল্পের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মারুতি কীভাবে এই নজির গড়ল: এর সবচেয়ে বড় কারণ হিসেবে সম্প্রতি বাস্তবায়িত সংশোধিত GST কাঠামোকে বিবেচনা করা হচ্ছে। অল্টো, এস-প্রেসো এবং ওয়াগনআর-এর মতো ছোট, বাজেট ফ্রেন্ডলি গাড়ির ওপর কর ছাড় এই গাড়িগুলিকে আরও সাশ্রয়ী করে তুলেছে। এর ফলে ইতিবাচক প্রভাব পড়েছে বুকিংয়ে। শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীরাও আবারও ভারতীয় অটোমোবাইল বাজারের দিকে মনোযোগ দিচ্ছেন। আর এইভাবেই মারুতি ব্র্যান্ড আস্থার সমার্থক হয়ে উঠেছে।
আরও পড়ুন: ১৪০ কোটি ভারতীয়ের মন জিতলেন সুর্যকুমার! সেনার জন্য নিলেন বড় সিদ্ধান্ত, ধন্য ধন্য করছে গোটা দেশ
বিশ্বব্যাপী পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে এই তালিকায় টেসলা এখনও শীর্ষে রয়েছে। যার মার্কেট ক্যাপিটালিজেশন১.৪ ট্রিলিয়ন ডলার। তারপরে রয়েছ টয়োটা (৩১৪ বিলিয়ন ডলার) এবং চিনের BYD (১৩৩ বিলিয়ন ডলার)। এছাড়াও, ফেরারি (৯২.৭ বিলিয়ন ডলার), BMW (৬১.৩ বিলিয়ন ডলার) এবং মার্সিডিজ-বেঞ্জ (৫৯.৮ বিলিয়ন ডলার) এই তালিকায় ওপরের দিকে রয়েছে। এদিকে, মারুতি সুজুকি, ৫৭.৬ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর ভর করে ইতিমধ্যেই জেনারেল মোটরস (৫৭.১ বিলিয়ন ডলার), ভক্সওয়াগন (৫৫.৭বিলিয়ন ডলার) এবং ফোর্ড (৪৬.৩ বিলিয়ন ডলারের) এর মতো বড় সংস্থাগুলিকে পেছনে ফেলেছে।
আরও পড়ুন: শুল্ক যুদ্ধের আবহে ভারতের পাশে এই ৪ দেশ! ১ অক্টোবর থেকেই কার্যকর EFTA-র সঙ্গে বাণিজ্য চুক্তি
পেরেন্ট কোম্পানি সুজুকিকেও মারুতি ছাড়িয়ে গেছে: দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি (Maruti Suzuki) তার পেরেন্ট ব্র্যান্ড, জাপানের সুজুকি মোটর কর্পোরেশনকেও ছাড়িয়ে গেছে। ওই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানে প্রায় ২৯ বিলিয়ন ডলার। গ্লোবাল র্যাঙ্কিংয়ে, মারুতি এখন হন্ডা মোটরের (৫৯ বিলিয়ন ডলার) ঠিক নিচে রয়েছে। এর অর্থ হল মারুতি সুজুকি শীঘ্রই হন্ডাকে ছাড়িয়ে যেতে পারে।