শহরের ১৩টি পুজোয় সোনার সাজে মা দুর্গা, বিশেষ নিরাপত্তায় তৎপর লালবাজার

Published on:

Published on:

Gold-Adorned Idols Under Tight Security in Kolkata Durga Puja 2025

বাংলা হান্ট ডেস্কঃ এবারেও দুর্গাপুজোতে (Durga Puja 2025) সোনার গয়নায় সাজানো হয়েছে দেবী দুর্গাকে। শহরের বিভিন্ন বড় বাজেটের মণ্ডপে নজর কেড়েছে সোনার গয়না পরা দুর্গা প্রতিমা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মোট ১৩টি নামী পুজোতে দেবী দুর্গাকে সোনার গয়নায় সাজানো হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার গয়না পড়ানো হয়েছে মা দুর্গাকে। এই পুজো গুলোতে বিশেষভাবে নিরাপত্তা দিচ্ছে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

প্রতিমার গয়না পাহারা দিচ্ছে অস্ত্রধারী পুলিশ (Durga Puja 2025)

লালবাজার সূত্রে জানা গেছে, এই ১৩টি পুজোর (Durga Puja 2025) মধ্যে ১১টি মণ্ডপে দু’জন করে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁদের মূল দায়িত্ব প্রতিমার গয়নার পাহারা রাখা। বাকি দুইটি মণ্ডপে আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মধ্য কলকাতার মুচিপাড়া এলাকার একটি মণ্ডপে দু’জন সশস্ত্র পুলিশকর্মীর সঙ্গে দু’জন পুলিশ অফিসারও রয়েছেন, যাদের কাছে সার্ভিস রিভলভার রয়েছে। একইভাবে, বেনিয়াপুকুরের এক মণ্ডপেও দুইজন অস্ত্রধারী পুলিশ প্রতিমার গয়নার নিরাপত্তা নিশ্চিত করছেন।

পুজো (Durga Puja 2025) কমিটিগুলোও নিজেদের পক্ষ থেকে নজরদারি ব্যবস্থা করেছে। তবে উদ্যোক্তাদের দাবি, পুলিশের সহায়তা ছাড়া নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়। প্রতিমার গয়নার দাম কয়েক লক্ষ টাকা। সাধারণত নির্দিষ্ট সময়ের জন্যই প্রতিমাকে গয়না পরানো হয়। যতক্ষণ গয়না থাকে, ততক্ষণ পুলিশি পাহারাও থাকে।

দর্শনার্থীরা যাতে প্রতিমার খুব কাছে না যায় সেদিকেও বিষয়েও নজর রাখা হয়েছে। এছাড়াও, লালবাজারের নির্দেশে প্রতিটি পুজো মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যাতে গয়নার নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে।

Gold-Adorned Idols Under Tight Security in Kolkata Durga Puja 2025

আরও পড়ুনঃ পুজোর মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, বাড়ি থেকে গোটা রাজ্যে নজরদারি মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, প্রতিবছরই শহরের বড় পুজোতে দুর্গা প্রতিমাকে সোনার গয়নায় সাজানো হয়। এবারেও তার অন্যথা হয় নি। নিরাপত্তা নিয়েও যথেষ্ট কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।