বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইন্ডিয়ান ব্যাঙ্কে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। যার জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদনের প্রক্রিয়াও। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগের (Recruitment) জন্য জারি বিজ্ঞপ্তি:
কোন পদে করা হবে নিয়োগ: বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদমর্যাদার বিভিন্ন পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। মূলত, চিফ ম্যানেজার থেকে শুরু করে, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিযুক্তরা ওই সংস্থার ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে কর্পোরেট ক্রেডিট অ্যানালিসিস, ইনফরমেশন সিকিউরিটি, ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন বলেও জানা গিয়েছে।
মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ১৭১।
বয়স: জানিয়ে রাখি যে, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদনকারীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে যথাক্রমে ২৮ থেকে ৩৬ বছর, ২৫ থেকে ৩৩ বছর এবং ২৩ থেকে ৩১ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।
বেতন: বিভিন্ন পদের স্কেল অনুযায়ী, কর্মীদের বেতনক্রম নির্ধারিত হবে। এক্ষেত্রে মাসিক বেতন ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০-১.২০,৯৪০ টাকা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: God’s Plan! এশিয়া কাপে এক বল খেলেই তৈরি করেছেন ইতিহাস, ফের সবাইকে চমকে দিলেন রিঙ্কু
শিক্ষাগত যোগ্যতা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের (Recruitment) ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উপস্থাপিত করা হয়েছে।
আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আগ্রহীদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদন করতে হবে। এদিকে, সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ১,০০০ টাকা।
আরও পড়ুন: GST কাঠামোয় পরিবর্তনের পরেই ঘটল চমক! বিশ্বের দরবারে নয়া ইতিহাস গড়ল Maruti Suzuki
নিয়োগ পদ্ধতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কয়েকটি পদের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই পর্বের পর ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। তবে, অন্যান্য পদগুলির ক্ষেত্রে লিখিত/অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করার মাধ্যমে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।
আবেদনের শেষ তারিখ: এক্ষেত্রে, আবেদনের শেষ তারিখ হল আগামী ১৩ অক্টোবর, ২০২৫।