এই এক উদ্যোগেই দ্বিগুণ ভিড়, একদিনেই রেকর্ড যাত্রী পরিষেবা নিল কলকাতা মেট্রোয়

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুরোদমে উৎসবের আমেজে মেতে উঠেছে শহর কলকাতার মানুষ। মহালয়ায় অনেক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় তখন থেকেই বেশ কিছু মণ্ডপে দেখা গিয়েছে ভিড়। শহরের বিভিন্ন প্রান্তে নামীদামী পুজোগুলি দেখার জন্য গণপরিবহনগুলিতে উপচে পড়েছে ভিড়। সে কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুত ছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আর কর্তৃপক্ষের সম্ভাবনা সত্যি করেই পুজোর শুরুতেই রেকর্ড ভিড় হল মেট্রোয়।

পুজোর শুরু থেকেই উপচানো ভিড় কলকাতা মেট্রোয় (Kolkata Metro)

শারদোৎসবে অনেকেই পুজো পরিক্রমার জন্য ভরসা করেন মেট্রোর উপরে। কলকাতা মেট্রোর পরিসংখ্যান বলছে, তৃতীয়ার দিন মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে ভিড় করেছিল প্রায় ৬.৭৭ লক্ষ যাত্রী। গ্রিন লাইনে যাত্রী হয়েছিল ২.৩২ লক্ষ। পুজোর সময়ে মেট্রোয় (Kolkata Metro) কোনও বিভ্রাট হয়নি বলেই খবর। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ব্লু লাইন সহ ইয়েলো, গ্রিন লাইনেও পরিষেবা ছিল স্বাভাবিক।

Record passengers gathering in Kolkata Metro during Durga Puja 2025

কত যাত্রী হয়েছিল একদিনে: মেট্রো সূত্রে খবর, তৃতীয়ায় একদিনেই মেট্রোয় (Kolkata Metro) প্রায় ৯.৩৩ লক্ষ যাত্রী সফর করেছিল। অথচ গত বছর এদিন যাত্রী সংখ্যা ছিল ৫.৪০ লক্ষ। এ বছর যাত্রী বেড়েছে প্রায় দ্বিগুণ। মনে করা হচ্ছে, পুজোর আগে মেট্রোর (Kolkata Metro) বিভিন্ন উদ্যোগের জেরেই বেড়েছে যাত্রী। টিকিট কাউন্টারে ভিড় কমাতে স্মার্ট কার্ডের উপরে জোর বাড়িয়েছে মেট্রো। পাশাপাশি ডিজিটাল বুকিংয়ের সুযোগও মিলছে। এর জেরে পরিষেবা আরও সড়গড় হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : স্টিয়ারিং থেকে স্ক্রিনে লিখলেন নতুন ইতিহাস,সোশ্যাল মিডিয়ার শক্তিতে বদলে গেল পঙ্কজের জীবন

একাধিক উদ্যোগ মেট্রোর: পুজোর আগেই স্মার্ট কার্ডের দাম কমিয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। সঙ্গে ডিজিটাল টিকিট বুকিংয়ে মিলছে ৫ শতাংশ বোনাসের সুবিধা। স্মার্ট কার্ড কিনতে লম্বা লাইনও পড়ছে স্টেশনগুলিতে। অন্যদিকে পুজোর জন্য স্পেশ্যাল টুরিস্ট স্মার্ট কার্ডের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন : পুজোর পরেই বড় চমক, সাত মাসের বিরতি শেষে নতুন সিরিয়ালে জনপ্রিয় নায়িকা

দুরকম স্মার্ট কার্ডের দাম পড়বে যথাক্রমে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা। এই কার্ড দিয়ে যতবার খুশি মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিতে পারবেন যাত্রীরা। এই স্মার্ট কার্ডের বৈধতা থাকছে তিনদিন এবং পাঁচদিনের জন্য।