DRI-এর বড় সাফল্য, বিমানবন্দরে পুলিশের জালে ২ সোনা পাচারকারী, উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকার সোনা

Published on:

Published on:

Gold Smuggling Arrest at Bagdogra airport

বাংলা হান্ট ডেস্কঃ ব্যাগডোগরা বিমানবন্দরে থেকে ধরা পড়ল সোনা পাচারের চক্র (Smuggling)। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (DRI) প্রায় ৮০ লক্ষ টাকার সোনা, রুপোর বিস্কুট, রুপোর গয়না এবং বিদেশি সিগারেট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে, ধৃতদের নাম রত্নেশকুমার শা ও অমরদীপ সিং কোহলি। তাদের বাড়ি যথাক্রমে খড়দহ ও কালীঘাটে।

ব্যাংকক থেকে কী কী নিয়ে এসেছিল পাচারকারীরা (Smuggling)?

শনিবার ব্যাংকক থেকে ওই দুই ব্যক্তি ব্যাগডোগরা বিমানবন্দরে নামার পরই ডিআরআইয়ের গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করেন। সূত্রের খবর, ওই দেশ থেকে তারা সোনা (Smuggling) ও রুপোর বিস্কুট, রুপোর অলঙ্কার এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট নিয়ে এসেছিল।

কী কী উদ্ধার হয়েছে?

তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে মোট ২৩ কেজি ৫০০ গ্রাম সোনা ও রুপোর সামগ্রী (Smuggling)। পাশাপাশি ৭৮০০টি বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। আশ্চর্যের বিষয়, সেই সিগারেটগুলিতে ‘Made in India’ লেখা ছিল। গোয়েন্দাদের দাবি, হংকং-সহ এশিয়ার একাধিক দেশে ভারতীয় নামী ব্র্যান্ডের নামে সিগারেট তৈরি হচ্ছে এবং তা পাচার করে এদেশে পাঠানো হচ্ছে।

আদালতে শর্ত সাপেক্ষে জামিন পাচারকারীদের

ডিআরআইয়ের হিসাব অনুযায়ী, বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর বাজারমূল্য ৭৯ লক্ষ ৩০ হাজার টাকা। তবে কাস্টমস নিয়ম অনুযায়ী, মালপত্রের মূল্য এক কোটি টাকার কম হওয়ায় এদিন শিলিগুড়ি আদালতের বিচারক ধৃতদের শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের প্রয়োজনে যে কোনও সময়ে তাদের হাজিরা দিতে হবে।

Gold Smuggling Arrest at Bagdogra airport

আরও পড়ুনঃ সপ্তমীর বাজারে আগুন! সবজি-মাছ-মাংসের চড়া দামে নাজেহাল সাধারণ মানুষ, নজরদারিতে টাস্ক ফোর্স

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবী রতন বণিক জানিয়েছেন, “ব্যাগডোগরা বিমানবন্দর থেকে দুই পাচারকারীকে (Smuggling) আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ২৩ কেজি সোনা ও রুপো এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে। তবে সামগ্রীর দাম এক কোটি টাকার কম হওয়ায় আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।”