বাংলা হান্ট ডেস্কঃ সারা রাজ্য যখন দুর্গাপুজোর আলো-আনন্দে মেতে আছে, তখন চুঁচুড়ার কোদালিয়ার এক চাকরিহারা শিক্ষকের সংসারে নেমেছে অন্ধকার। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসের (Suman Biswas) অভিযোগ, সরকার তাঁকে এবং তাঁর পরিবারকে ইচ্ছে করেই অনাহারে মারার চেষ্টা করছে।
আন্দোলনে সক্রিয় থাকায় বেতন কেটে নেওয়ার অভিযোগ সুমনের (Suman Biswas)
অগস্ট মাসে আন্দোলনে সক্রিয় থাকার কারণে নিয়মিত স্কুলে যেতে পারেননি সুমন (Suman Biswas)। এর ফলে অগস্টে তার আংশিক বেতন কাটা যায়। তবে সেপ্টেম্বরে আঘাত আরও বড় বলে অভিযোগ করেন সুমন। তিনি জানান সেপ্টেম্বরে এক টাকাও ঢোকেনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুরো বেতনই কেটে নিয়েছে সরকার। ক্ষোভে ফেটে পড়েন সুমন। ক্ষোভ প্রকাশ করে সুমন মন্তব্য করে বলেন, “যখন সবার ঘরে উৎসব, তখন আমাদের ঘরে অনাহারের হাহাকার।”
আদালতের নির্দেশ, আন্দোলনের বাস্তবতা
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC নিয়োগের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। যদিও আদালতের নির্দেশ মেনে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের স্কুলে যাওয়া ও বেতন পাওয়ার কথা। সেই তালিকায় রয়েছেন সুমন বিশ্বাসও (Suman Biswas)। তবে এর মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় বসেছেন তিনি। কিন্তু আন্দোলন থেকে সরে আসেননি সুমন। আর এই আন্দোলনের জেরেই তাঁর বেতন কেটে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সুমন বিশ্বাস।
আন্দোলন থেকে সরবেন না সুমন
আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার স্পষ্ট করেছেন সুমন (Suman Biswas)। তিনি বলেন, “আমাদের যোগ্য চাকরি দুর্নীতিতে কেড়ে নেওয়া হয়েছে। তাই লড়াই থেকে একচুলও পিছোব না।”
আরও পড়ুনঃ DRI-এর বড় সাফল্য, বিমানবন্দরে পুলিশের জালে ২ সোনা পাচারকারী, উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকার সোনা
শুধু তাই নয়, সহকর্মী চাকরিহারা শিক্ষকদেরও পুজো শেষে ফের নতুন উদ্যমে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি। সুমনের (Suman Biswas) বার্তা, “বেতন কেটে নিলেও ভয় পাব না। পুজো শেষ হোক, তার পর ফের রাস্তায় নামব।”