বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনের আগে বিহারকে (Bihar) কয়েক হাজার কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমতাবস্থায়, বেত্তিয়ায় হওয়া তাঁর কর্মসূচি উত্তর বিহারের পরিকাঠামোগত উন্নয়নে একটি নতুন দিকনির্দেশ করবে। ওই কর্মসূচিতে, তিনি চম্পারণ এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলার মানুষকে LPG (Liquefied petroleum gas) সরবরাহের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার দিয়েছেন।
মূলত, মতিহারিতে LPG প্ল্যান্ট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পথ খুলে দিয়েছেন। এদিকে, মতিহারিতে এই গ্যাস প্ল্যান্ট নির্মাণের সাথে সাথে, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, গোপালগঞ্জ, সিওয়ান, সীতামারহি, শিবহার সহ উত্তরপ্রদেশের কুশিনগর এবং দেওরিয়া জেলায় LPG সরবরাহ করা হবে।
সুবিধা পাবেন ২৮ লক্ষ পরিবার: উল্লেখ্য যে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিপ্রেক্ষিতে এইসব জেলার প্রায় ২৮ লক্ষ পরিবার প্রত্যক্ষভাবে লাভবান হবেন। একদিকে যেখানে এই প্রকল্পটি প্রতি বছর ৫১ কোটি টাকার রাজস্ব সাশ্রয় করবে, অন্যদিকে এটি কার্বন নিঃসরণও কমিয়ে দেবে। যার ফলে এটি পরিবেশ রক্ষায়ও বিশেষ গুরুত্ব পালন করবে। এছাড়াও, সিলিন্ডারের তুলনায় পাইপলাইনের গ্যাস অনেক সস্তা হবে বলেও জানা গিয়েছে।
এই প্রকল্পে কয়েকটি জেলায় ইতিমধ্যেই পেট্রোলিয়াম কোম্পানির দ্বারা সার্ভের কাজ শেষ হয়েছে। ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড শীঘ্রই বেত্তিয়া, মতিহারি এবং রাক্সৌলের শহরাঞ্চলে এটি চালু করতে চলেছে।
আরও পড়ুন: সমস্ত রেকর্ড ভেঙে দিল সোনা! দাম ছাড়িয়েছে ৬৫,০০০-এর গণ্ডি, মাথায় হাত ক্রেতাদের
লাভ হবে উত্তরপ্রদেশেরও: বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাইপলাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে, এই গ্যাস প্রতি মাসে গড়ে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকায় দিল্লির সাধারণ পরিবারের চাহিদা পূরণ করে। এমতাবস্থায়, যখন এই সুবিধা পাওয়া যাবে, তখন বিহার ও উত্তরপ্রদেশের এইসব জেলার গ্রাহকরাও একই ভাবে এই সুবিধা পেতে শুরু করবেন। সরবরাহের জন্য প্রথমে কোম্পানিটি সুগৌলিতে একটি টার্মিনাল নির্মাণ করছে। যেখানে ট্যাঙ্কারের মাধ্যমে গ্যাস আসবে এবং সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস উপলব্ধ করা হবে।
আরও পড়ুন: উচ্চতা মাত্র ৩ ফুট! MBBS পড়ার জন্য ছুটতে হয়েছে আদালতেও, আজ চিকিৎসক হয়ে নজির গড়লেন গণেশ
২ বছর পর গোরখপুর, সিওয়ান ও মতিহারির মধ্যে দিয়ে বড় পাইপ বসানো হবে। ভারত ও নেপাল সীমান্তবর্তী শহরগুলিতে পাইপলাইনের মাধ্যমে দেশীয় গ্যাস সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ভারত পেট্রোলিয়াম কোম্পানিকে। এদিকে, পাইপলাইন সরবরাহের সাথে সাথে সিলিন্ডারের চাহিদাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। যেটি গ্যাস গ্রাহকদের জন্য বেশ সুবিধাজনক হয়ে উঠবে।