বাংলা হান্ট ডেস্ক: বাড়ছে গরম। দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ উধাও। উত্তরে অবশ্য এখনও হালকা শিরশিরানি অনুভব হচ্ছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। ওদিকে বৃহস্পতিবার ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা। দক্ষিণবঙ্গে অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আজ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত এই দুই জেলায় হালকা বৃষ্টি চলবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজও তেমনই থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। তবে এবার থেকে ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে পারদ।
দুই জেলা ছাড়া আজ দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। হাওয়া অফিস সূত্রে খবর,ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আরও পড়ুন:আজকের রাশিফল ৭ মার্চ, কর্মক্ষেত্রে বাজিমাত এই চার রাশির
আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামীকাল থেকেই গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দোলের আগেই ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ ও আগামীকাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা এবার থেকে কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।