ভোটের আগেই বড় ধাক্কা! বিজেপিতে গেলেন কমল ঘনিষ্ঠ ৭ নেতা, ফাঁপরে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের নির্ঘন্ট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের মত ঘটনা। বিশেষ করে কংগ্রেসের রক্তক্ষরণ তো লেগেই রয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক কংগ্রেস (Congress) নেতা দল বদলে বিজেপির (Bhartiya Janta Party)প্রতি আস্থা দেখিয়েছে। ক্ষোভ উগরে দল ছেড়েছেন অনেকেই। আর এবার জল্পনার কেন্দ্রবিন্দু কমলনাথ (Kamal Nath)।

মধ্যপ্রদেশে বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। সপ্তাহ খানেক আগেই শোনা গিয়েছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘদিনের প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ বিজেপিতে যোগ দিতে পারেন। সেই গুঞ্জনের নিস্পত্তি হতে না হতেই কংগ্রেস ছাড়লেন ৭ কাউন্সিলর।

ভোটের মুখে সাত সাতজন কাউন্সিলরের বিজেপিতে যোগদান কংগ্রেসের জন্য যে বিরাট বড় ধাক্কা সেকথা বলাই বাহুল্য। সূত্রের খবর, কমলনাথের গড় ছিন্দওয়ারার ৭ কাউন্সিলর দল বদল করেছেন। স্বাভাবিকভাবেই লোকসভার আগে একের পর দাপুটে কংগ্রেস নেতার দল ছাড়ায় ছিন্নভিন্ন হয়ে পড়ছে গ্র্যাণ্ড ওল্ড পার্টি।

kamal nath 24173566 16x9

এমন পরিস্থিতিতে খোদ কমলনাথের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। যদিও সপ্তাহ খানেক আগে যখন তার বিজেপিতে যোগ দেওয়ার গুজব উঠেছিল তখন তিনি তা খারিজ করেছিলেন। তবে ছিন্দওয়ারায় যেভাবে কংগ্রেসের রক্তক্ষরণ শুরু হয়েছে তাতে তিনিও যে মত পাল্টাবেননা সেকথাও হলফ করে বলা যায়না। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে কংগ্রেসের শীর্ষ নেতাদের কপালে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর