বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, SBI কার্ড (SBI Credit Card) তার ফি স্ট্রাকচারে পরিবর্তনের ঘোষণা করেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, এই পরিবর্তন আগামী ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
SBI ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট:
এই পরিবর্তনের মাধ্যমে যদি আপনি CRED, Cheq কিংবা MobiKwik-এর মতো থার্ড পাটি অ্যাপের মাধ্যমে আপনার টিউশন ফি বা শিক্ষা-সম্পর্কিত কোনও অর্থ প্রদান করেন, তাহলে এখন আপনাকে ১ শতাংশ নতুন চার্জ (SBI Credit Card) দিতে হবে। তবে, আপনি যদি স্কুল বা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা সেখানে উপলব্ধ মেশিনের মাধ্যমে সরাসরি অর্থপ্রদান করেন, তাহলে এই অর্থপ্রদানের জন্য কোনও ফি লাগবে না।
ওয়ালেটে টাকা যুক্ত করার জন্য ১ শতাংশ ফি নেওয়া হবে: SBI কার্ড (SBI Credit Card) আরও স্পষ্ট করেছে যে, এখন থেকে ওয়ালেটে ১,০০০ টাকার ওপরে টাকা যুক্ত করার ক্ষেত্রে ১ শতাংশ ফি প্রযোজ্য হবে। এই নিয়ম সেই লেনদেনগুলির ওপর প্রযোজ্য হবে যেগুলির মার্চেন্ট কোড ৬৫৪০ এবং ৬৫৪১। এর মানে হল, যদি আপনি CRED বা PhonePe-এর মতো অ্যাপের ওয়ালেটে প্রচুর পরিমাণে টাকা জমা করেন, তাহলে আপনাকে সেই পরিমাণের অতিরিক্ত ১ শতাংশ দিতে হবে। এই নিয়ম মার্চেন্ট কোডের ক্ষেত্রে প্রযোজ্য যা কার্ড নেটওয়ার্ক দ্বারা সেট করা হয় এবং যেকোনও সময় পরিবর্তন হতে পারে। তাই কার্ডধারীদের সর্বদা সতর্ক থাকা উচিত।
আরও পড়ুন: দুর্গাষ্টমীতে বিশ্বজয়ের সফর শুরু হরমনপ্রীত বাহিনীর! জাতীয় সঙ্গীত গেয়ে উজ্জীবিত করলেন শ্রেয়া
অন্যান্য ফি অপরিবর্তিত রয়েছে: জানিয়ে রাখি যে, SBI কার্ড (SBI Credit Card) অন্য কোনও ফি পরিবর্তন করেনি। যেমন নগদ অর্থ প্রদানের জন্য ২৫০ টাকার ফি লাগবে। যদি আপনার অর্থ প্রদান ডিশওনার হয়, তাহলে আপনাকে ২ শতাংশ অথবা ৫০০ টাকা দিতে হবে। চেকের মাধ্যমে অর্থ প্রদানের জন্যও ২০০ টাকার চার্জ লাগবে। ক্যাশ অ্যাডভান্সের ক্ষেত্রেও ২.৫ শতাংশ ফি প্রযোজ্য। এদিকে, কার্ড হারিয়ে গেলে নতুন কার্ডের জন্য প্রযোজ্য ফি ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। অপরদিকে, Aurum কার্ডের ফি ১,৫০০ টাকা। বিদেশে ইমারজেন্সি কার্ড কেনার জন্য সর্বনিম্ন ফি প্রযোজ্য হবে ১৭৫ ডলার বা ১৪৮ ডলার।
আরও পড়ুন: মহা অষ্টমীতেও বাড়ল সোনার দাম! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন লেটেস্ট রেট
লেট পেমেন্ট চার্জ: উল্লেখ্য যে, আপনি যদি আপনার কার্ডের (SBI Credit Card) ন্যূনতম পেমেন্ট সময়মতো না করেন, সেক্ষেত্রে আপনাকে লেট পেমেন্ট চার্জ দিতে হবে। সেক্ষেত্রে ৫০০ টাকা পর্যন্ত পেমেন্টের জন্য কোনও চার্জ নেই। তবে, ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত পেমেন্টের জন্য, ৪০০ টাকার পেমেন্ট ফি প্রযোজ্য হবে। একইভাবে, যদি ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অর্থ প্রদান না করা হয়, তাহলে লেট পেমেন্ট ফি ৭৫০ টাকা। অপরদিকে, ১০,০০০ থেকে ২৫,০০০ টাকার জন্য লেট পেমেন্ট ফি-র পরিমাণ হল ৯৫০ টাকা। ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকার জন্য ১,১০০ টাকা এবং ৫০,০০০ টাকার বেশি টাকার জন্য ১,৩০০ টাকা জরিমানা করা হবে। পরপর ২ টি বিলিং চক্রের জন্য ন্যূনতম অর্থ প্রদান না করা হলে অতিরিক্ত ১০০ টাকা চার্জও যোগ করা হবে এবং পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে।