দুর্গোৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! দিল্লির “মিনি বেঙ্গল” চিত্তরঞ্জন পার্কে করলেন আরতি

Published on:

Published on:

Prime Minister Narendra Modi joins Durga Puja celebrations.

বাংলা হান্ট ডেস্ক: নবরাত্রির অষ্টম দিনে দিল্লির সিআর পার্কে স্থিত কালি মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি দুর্গাপুজোয় (Durga Puja) অংশগ্রহণ করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী পুজো মণ্ডপে আরতিও করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী কালীবাড়ি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। সেই সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও উপস্থিত ছিলেন।

দুর্গোৎসবে (Durga Puja) সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:

ইতিমধ্যেই এই প্রসঙ্গে “X” মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি জানিয়েছেন, “আজ মহা অষ্টমীর পবিত্র দিনে দুর্গাপুজো (Durga Puja) উদযাপনে অংশ নিতে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক বাংলার সংস্কৃতির সঙ্গে তাঁর দৃঢ় সম্পর্কের জন্য পরিচিত।” প্রধানমন্ত্রী আরও জানান, “এই উদযাপন প্রকৃতভাবে আমাদের সমাজে ঐক্য এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার প্রতিফলন। প্রত্যেকের সুখ এবং কল্যাণ কামনা করি।”

এদিকে, প্রধানমন্ত্রী মোদীর সিআর পার্কে (Durga Puja) আগমনের পরিপ্রেক্ষিতে, গ্রেটার কৈলাস-২ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাসিন্দাদের জন্য একটি অ্যাডভাইজারি জারি করেছে। যেখানে, তাঁদের উদ্দেশ্যে সিআর পার্কের নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে ভ্রমণ এড়িয়ে চলার ক্ষেত্রে আবেদন করা হয়।

আরও পড়ুন: কবে এশিয়া কাপের ট্রফি পাবে টিম ইন্ডিয়া? ACC-র বৈঠকে মিলল সমাধান?

ওই অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে, ভ্রমণের সময়ে নির্বিঘ্নে চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এদিকে, দুর্গাপুজোর (Durga Puja) আবহে প্রধানমন্ত্রী মোদীর সিআর পার্ক সফরকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের লক্ষণ হিসেবেও দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! এই দিন থেকে হতে চলেছে বড় পরিবর্তন

এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাতে দুর্গাপুজোয় (Durga Puja) অংশ নিতে কলকাতায় পৌঁছেছিলেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির সিনিয়র নেতা রাহুল সিনহা। গত শুক্রবার উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেল উদ্বোধন করেন অমিত শাহ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আয়োজনে সম্পন্ন হওয়া এই পুজোর মণ্ডপে থিম হিসেবে “অপারেশন সিঁদুর”-কে উপস্থাপিত করা হয়েছে।