এক ঝটকায় দাম বাড়ল ১,৫০০ টাকা! টাটার এই শেয়ার প্রথমবার পেরোল ১০,০০০-এর গণ্ডি

Published on:

Published on:

This Tata's stock is getting great returns in the share market.

বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের শেয়ারের (Share Market) দাম মঙ্গলবার বেড়ে প্রথমবারের মতো ১০,০০০ টাকা ছাড়িয়ে গেছে। BSE-তে কোম্পানির শেয়ারের দাম ১৬.৮২ শতাংশ বেড়ে ১০,৩৩০.৫০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, কোম্পানির বাজার মূলধন ৫০,০০০ কোটি (প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির শেয়ারে রকেটের গতি:

উল্লেখ্য যে, টাটা ক্যাপিটালের IPO এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের স্টক স্প্লিটের রেকর্ড ডেট কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এই শেয়ারের (Share Market) দাম বেড়েছে। গত এক মাসে নিফটি মিডক্যাপ সূচকে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন শীর্ষ লাভকারী হয়েছে। এই সময়ের মধ্যে সংস্থার শেয়ার ৪৫ শতাংশেরও বেশি লাভ করেছে।

This Tata's stock is getting great returns in the share market.

জানিয়ে রাখি যে, টাটা ইনভেস্টমেন্টস লিস্টেড এবং আনলিস্টেড এমন উভয় কোম্পানির শেয়ারেই (Share Market) বিনিয়োগ করে। টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্স এই কোম্পানির প্রমোটর। টাটা ক্যাপিটালে টাটা ইনভেস্টমেন্টসের ২.১ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন: দুর্গোৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! দিল্লির “মিনি বেঙ্গল” চিত্তরঞ্জন পার্কে করলেন আরতি

এদিকে, টাটা ক্যাপিটাল এই বছরের সবচেয়ে বড় IPO নিয়ে আসছে। যা আগামী ৬ অক্টোবর চালু হবে। উল্লেখ্য যে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনে টাটা সন্সের ৬৮.৫১ শতাংশ শেয়ার (Share Market) রয়েছে। এছাড়াও, টাটা ক্যাপিটালে টাটা সন্সের ৮৮.৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। টাটা সন্সও টাটা ক্যাপিটালের IPO-তে শেয়ার বিক্রি করতে চলেছে।

আরও পড়ুন: কবে এশিয়া কাপের ট্রফি পাবে টিম ইন্ডিয়া? ACC-র বৈঠকে মিলল সমাধান?

রেকর্ড ডেট: টাটা ইনভেস্টমেন্টস তাদের স্টক স্প্লিটের কারণে বর্তমানে খবরের শিরোনামে রয়েছে।
যা এই শেয়ারের (Share Market) উত্থানের অন্যতম একটি কারণ। কোম্পানিটি ১:১০ অনুপাতে স্টক স্প্লিটের ঘোষণা করেছে। এটি কোম্পানির প্রথম স্টক স্প্লিট। আগামী ১৪ অক্টোবর রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। টাটা পাওয়ার কোম্পানি, টাটা কেমিক্যালস, টাটা স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং ট্রেন্টের মতো কিছু কোম্পানিও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের প্রোমোটার।